• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুলকে থামালেন হেরাথ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪৪

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ওয়ানডে স্টাইলে খেলতে নেমে দ্রুত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুমিনুল হক। ২০৩ বলে অপরাজিত ১৭৫ রান নিয়ে দিন শেষ করেন তিনি। আজ বৃহস্পতিবার দিনের শুরুটা করেন ভিন্নভাবে। টেস্টের স্বাভাবিক আমেজে শুরুর পর ১১ বলে আরো ১ রান জোগ করতেই ড্রেসিংরুমে ফিরলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের তৃতীয় ওভারে রঙ্গানা হেরাথের বলে ১৭৬ রানে থামেন মুমিনুল। শর্ট লেগে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় অসাধারণ এই ইনিংসটি।

মুমিনুলের সামনে ছিল সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। তবে তা সম্ভব হলো না। ২১৪ বলের এই ইনিংসটি বাংলাদেশের ব্যক্তিগত ষষ্ঠতম সর্বোচ্চ রানের রেকর্ড।

টেস্টে টাইগারদের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হচ্ছে সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ২১৭ রান। গেলো বছর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি গড়েন সাকিব।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে এই স্কোর গড়েন তিনি। ২০১৩ সালের ৮ মার্চ টাইগারদের হয়ে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক রহিম। লঙ্কানদের বিপক্ষে গল টেস্টে ২০০ রানেই আউট হন তিনি। ওই ম্যাচেই ১৯৪ রানে আউট হন মোহাম্মদ আশরাফুল। যা টাইগারদের হয়ে ব্যক্তিগত চতুর্থতম স্কোর।

ওই বছরের অক্টোবর মাসে চট্টগ্রামে কিউইদের বিপক্ষে ১৮১ রানে আউট হয়েছিলেন মুমিনুল।

ওয়াইএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
X
Fresh