• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২২

তৃতীয় উইকেটে বাংলাদেশের হয়ে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের সর্বোচ্চ ২৩৬ রানের জুটি। পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে কোন উইকেট সর্বোচ্চ। আর মুমিনুলের সেঞ্চুরি। সবমিলিয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ ব্যাটসম্যানদের।

শ্রীলঙ্কার বিপক্ষ বুধবার প্রথমদিন শেষে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ৩৭৪। যা একদিনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক। টসটা তাই ছিলো মহাগুরুত্বের। বাংলাদেশ সেই বাধা পার হয়, মাহমুদউল্লাহ রিয়াদের সৌজন্যে। স্থির তামিম ইকবালের ব্যাটিং ঢং-এ পরিবর্তন। দিনের প্রথম ঘন্টায় ১৪ ওভারে বিনা উইকেটে ৬৭ রান।

৪৬ বলে তামিমের ফিফটি। বড় স্কোরের ইঙ্গিত দেয়া ‘লোকাল বয়’ তামিম ব্যক্তিগত ৫৩ বলে ৫২ রানে থেমেছেন, আফসোস নিয়েই। সঙ্গী তামিমের মতো আগ্রাসী ছিলেন না ইমরুল কায়েস। টেস্ট মেজাজে খেলা এই ওপেনারের ইনিংস লম্বা হয়নি। কাটা পড়েছেন ৪০-এ। তবে রিভিউ না নেয়ার আক্ষেপ নিশ্চয় পুড়িয়েছে তাকে।