• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠ স্থানে যুবারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১২:৫০

ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে টাইগার যুবাদের। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি টাইগার যুবারা।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই চার রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যুবারা। এরপর আর উঠে দাঁড়াতে পারেনি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফ্রেসার জোন্সের বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে ২ রান করা নাইম শেখ সাজঘরে ফিরে যান। পরের ওভারে আখোনা ম্ন্যাকার বলে সাইফ হাসানও ডু প্লেসিসের হাতে তালুবন্দী হলে ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা।

অধিনায়ক আউট হওয়ার পর একে একে সবাই ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। নবম ওভারে ৫ উইকেট হারিয়ে যুবদের স্কোর দাড়ায় ৩৩।ব্যাটিং বিপর্যয়ে কম রানের মধ্যে অল-আউট হওয়ার শঙ্কার মাঝে ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিজে যোগ দেন আফিফ হোসেনের সাথে শাকিল হোসেন। কম রানের চাপ কাটিয়ে দলীয় শত রান পূরণ করেন তারা।