• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘ইতিহাস গড়তে পিএসজিতে এসেছি, সর্বোচ্চটা দিতে চাই’

স্পোর্টস ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:১৫

রেকর্ড গড়ে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনা থেকে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেবার পর থেকেই দলটির ফরোয়ার্ড এডিসন কাভানির সঙ্গে দ্বন্দ্বে জড়ান নেইমার। এনিয়ে প্রথমে গুঞ্জন থাকলেও পরে তা মাঠেই দেখতে পাওয়া যায়। খেলা চলাকালীন পেনাল্টি কিক নিয়ে দুই তারকা তর্কে জড়ান। এতে স্প্যানিশ গণমাধ্যমে খবর চাউর হয়, প্যারিসের দলটিতে খুশি না থাকায় ফের লা লিগায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার সাম্বা তারকার টার্গেট বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ।

যদিও ফ্রেঞ্চ পাওয়ার হাউজটির কোচ উনাই এমেরি আগেই পরিষ্কার করেছিলেন দলের সব ফ্রি কিক-পেনাল্টি কিক কাভানি নন নেইমারই নেবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: দেশের জন্য খেলতে নিরুৎসাহিত করে আইপিএল: হাইকোর্ট
--------------------------------------------------------

সবশেষ ডিজোঁর বিপক্ষে একসঙ্গে মাঠে নামেন নেই‌মার-কাভানি। এতে ৭-০ গোলে বিশাল জয় পায় দল। ওই ম্যাচে পিএসজির হয়ে হ্যাটট্রিক করেন বার্সার সাবেক ফরোয়ার্ড। অন্যদিকে একটি গোল করে দলটির হয়ে খেলা সুইস ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসান কাভানি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পান এমেরির শিষ্যরা। আরেকটি গোল দিলেই ইব্রাহিমোভিচের রেকর্ডটি ছাড়িয়ে যেতে পারতেন উরুগুয়ের তারকা। তবে সে সুযোগ দেননি নেইমার। হ্যাটট্রিক হবার পরও পেনাল্টির মাধ্যমে তুলে নেন নিজের চতুর্থ গোল। এনিয়ে মাঠে দর্শকদের তোপের মুখেও পড়তে হয় তাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন তিনি।

যদিও গেলো শনিবার মঁপেলিয়েকে ৪-০ গোলে হারায় পিএসজি। উরুগুয়ের ফরোয়ার্ড পিএসজির জার্সিতে ১৫৭তম গোল পায়। যাতে টপকে গেছেন দলটির সাবেক তারকা ইব্রাহিমোভিচের আগের রেকর্ড ১৫৬ গোলকে। সে ম্যাচে নেইমারও গোল করেন দুটি।

তবে ডিজোঁর বিপক্ষের ওই পেনাল্টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন নেইমার। নিজ দেশের গণমাধ্যমকে দেয়া এ সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা চলাকালে কোনো দিনও রেকর্ড বোঝা সম্ভব নয়। কোচ আামাকেই পেনাল্টি করার দায়িত্ব দিয়েছেন। তাই তাতে কোনো সমস্যা হয়নি।

বিশ্বের সবচে’ দামি এই ফুটবলার বলেন, সবাই জানেন (দলের) ড্রেসিং রুমে কী পরিকল্পনা করা হয়েছিল। দলের কোচই সব সিদ্ধান্ত নেন। আমি শুধু দায়িত্ব পালন করেছি।

মঁপেলিয়ের বিপক্ষের ম্যাচে নেইমার-কাভানি

গেলো বছরের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে যোগ দেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক। গুঞ্জন রটে ‘সুখি’ নন তাই দল পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার।

গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, আমার বন্ধু ও টিমমেটদের নিয়ে এখানে সুখেই আছি, ভালো আছি। ইতিহাস গড়ে দলে যোগ দিয়েছিলাম। নিজের সর্বোচ্চটা দিতে চাই। তাই প্রচুর গোল করতেও প্রস্তুত।

আরও পড়ুন:

ওয়াই/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh