• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

একাদশ আইপিএলে অবিক্রীত যারা

স্পোর্টস ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:২২

ঢাকঢোল পিটিয়ে হয়ে গেল আইপিএলের খেলোয়াড়দের নিলাম। এবারের নিলামে দল পাননি বিশ্ব কাঁপানো অনেক ক্রিকেটার। নিলামে নাম তোলা হলেও কোনো দলই তাদের কিনতে আগ্রহ প্রকাশ করেনি। সঙ্গত কারণে রয়ে গেছেন অবিক্রীত। মাল্টি মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি সামনে রেখে ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে হয়েছে নিলাম। এতে অনেক রথী-মহারথী অবিক্রীত থেকে যান।

এবারের আসরে দু’বছরের নির্বাসন কাটিয়ে লড়াইতে ফিরেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (আরআর)।

চলতি আসরের ১ হাজার ১২২ ক্রিকেটারের তালিকা আট ফ্যাঞ্চাইজির কাছে পাঠানো হয়। তবে যাচাই-বাছাই শেষে মোট ৫৭৮ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড(বিসিসিআই)।

মূল নিলামে আটদলে জায়গা পেয়েছেন মোট ১৮৭ জন ক্রিকেটার। এর মধ্যে ১৮ জন দেশি-বিদেশি তারকা ক্রিকেটারকে আগেই রাখা হয়েছিল পুরানো দলে। অন্যদিকে নিলামের মাধ্যমে দলে আনা হয়েছে ১৬৯ জনকে। বাকি ৪০৯ জন কোনো দলেই জায়গা পায়নি।

চলতি বছরের ৬ এপ্রিল হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ৭ এপ্রিল থেকে মুম্বাইতে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্ব। ২৭ মে আসরের ফাইনালও হবে একই জায়গায়। যে সকল ক্রিকেটাররা অবিক্রীত রয়েছেন আরটিভি অনলাইন পাঠকদের জন্য তাদের নাম ও ভিত্তি মূল্য তুলে ধরা হল।

২ কোটি রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
জেমন ফকনার, জস হ্যাজেলউড, ইয়ন মরগান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ক্যামেরুন হোয়াইট, কোরি অ্যান্ডারসন, ডেভিড উইলি, লিয়াম প্ল্যাঙ্কেট, কলিন ইনগ্রাম।

১.৫০ কোটি রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
ময়েসিস হেনরিকুইস, রবি বোপারা, জনি ব্যারিসটো, হাশিম আমলা, কাইলি অ্যাবোট, ট্রাভিস হেড, জেসন হোল্ডার, শন মার্শ, মাইকেল ক্লিঙ্গার, লেন্ডল সিমন্স, নাথান লিয়ন, পিটার হ্যান্ডসকব, স্টিভেন ফিন, হ্যারি জার্নি, জো রুট।

১ কোটি রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
টাইমাল মিলস, ডুয়েইন স্মিথ, অ্যাডাম জাম্পা, আলেক্স হেলস, ডেইল স্টেইন, স্যামুয়েল বদ্রি, টম কারান, মিচেল ম্যাকক্লেনাঘান, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ সামি।

৭৫ লাখ রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
মার্টিন গাপটিল, পিটার সিডল, ড্যারেন ব্রাভো, ড্যারেন স্যামি, জেরমি টেইলর, লুকি ফার্গুসন, চেতেশ্বর পূজারা, রস টেইলর, মরনে মর্কেল, ইশান্ত শর্মা, উসমান খাজা, জনসন চার্লস, লুক রনকি, আদিল রশিদ, জয় ডিনলে, স্যামিত প্যাটেল, অ্যাডাম মিলনে, ওয়েইন পার্নেল, মার্চেন্ট ডি লেঙ্গ।

৫০ লাখ রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
রেজা হ্যানড্রিকস, জন হ্যাসটিংস, রনসফোর্ড বেটন, সিকান্দার বাট, গ্রাহাম ক্রেমার, রিসি ধাওয়ান, সোলেমন মিরে, রিয়ান ম্যাকলারেন, পারভেজ রসুল, সাব্বির রহমান, ভারনান ফিলহেন্ডার, মানদ্বীপ হার্ভেদ সিং, আবুল হায়দার, রাজু, পল স্টার্লিং, ম্যালকম ওয়েলার, গুলবদন নবী, ইস শোধি, দুয়াননা ওলিভিয়ার, দিলশান মুনাভিরা, মাইকেল বির, থিসারা পেরেরা, এনটন ডেভসিস, সেকুগে প্রসন্ন, অ্যাস্টন আগার, সচিত্র সেনানায়েক, উপুল থারাঙ্গা, গ্লেন ফিলিপস, দিনেশ রামদিন, দৌলত জারদান, রহমত শান জারমাতাই, অ্যারন ফানগিসো, ডুয়েইন প্রিটোরিয়াস, নিরোশান ডিকাওয়েলা, বেউরান হেনডরিক্স, লাকসান সানদাকান, ডেভিড ওয়াইজ, কুশল জেনিথ পেরেরা, অরভিন্দ শ্রীনাথ, জয় বার্ণস, আসিলা গুণারত্নে, ধনঞ্জয়া সিলভা, অ্যান্ডেল পেহলুকেওয়ো, নিকোলাস পুরান, জনাথান চার্টার, রোভমেন পাওয়েল, সেন এবোট, বেন ওয়েলার, কেসরিক উইলিয়ামস, ইরফান পাঠান, আশোক ডিন্ডা, প্রবীণ কুমার, আলেক্স ক্যারি, চ্যাডউইক ওয়ালটন, প্রজ্ঞান ওঝা, জে রিচার্ডসন, রাহুল শর্মা, জুয়েল প্যারিস, মারলন স্যামুয়েলস, আন্দ্র্রে ফ্লেচার, তামিম ইকবাল, এইডেন মার্করাম, হিল্টন চার্টরাইট, ভারুন অরুন, পারভিন্দর আওয়ানা, ধাসুন শানকা, মুনাফ প্যাটেল, টম ল্যাথাম, মোহাম্মদ শেহজাদ মোহাম্মদী, স্কট বোলেন্ড, শফিকুল্লাহ শাফাক, শ্যানন গ্যাব্রিল, ডেভিড মালান, ফাইজ ফজল, কেশব মহারাজ, ফারহার বেজেরদিন, অভিনব মুকুন্দ, ভেনুগোপাল রাও, ডেন পিটারসন, বেন হিলফেইনহাস, সিথ রেইস, ফাওয়াদ আহমেদ, তাবরিজ শামসি, জন জন ট্রেভর, অ্যাসলে নার্সি, স্কট কুগেলেইজন, ডিন এলগার, রুবি ফ্রাইলিংক, ওয়াইয়ান মুলদার, নীল ওয়েঙ্গার, শাপুর জারদান, ভগন ভন জারসভেলদ, অভিমন্যু মিথুন, রায়াদ এমরিদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজিবুল্লাহ জারদান. শেলডন কেট্টল, ম্যাট হেনরি, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল, মনপ্রীত গনি, ইশারা উদানা, পঙ্কজ সিং, সন্দ্বীপ ত্যাগী।

৪০ লাখ রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
থমাস হেলম, রজত ভাটিয়া, কেভিন কুপার, মিশেল সুইপশন, টম কুপার, একলাভয়া দ্বিভেদী, মিশেল নাসের।

৩০ ও ২৫ লাখ রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
ইকবাল আবদুল্লা, ক্রিশ্চিয়ান ঝঙ্কার, বেন ম্যাকডারমট, রোশন প্রিমাস, গুরভিন্দর সিং, ভিশনু সোলাঙ্কি, অ্যালেক্স রোজ, ড্যানিয়েল হাগস, ইশ্বর চন্দ্র পান্ডে।

২০ লাখ রুপির ভিত্তি মূল্য ক্রিকেটাররা
মনপ্রীত জুনেজা, ভিশাক বিজয় কুমার, জুনিয়র দালা, ইয়াদব শাহ, করণ ঠাকুর, মায়াঙ্ক সিদানা, অনুরাগ ভার্মা, শাশাঙ্ক সিংহ, লিজাদ উইলিয়ামস, আনুশকা বেইনস, তানভীর-উল-হক, কুশান প্যাটেল, আমান জাফর, আমান খান, ডিয়েস পাঠানিয়া, শামস মুলানি, সি এম গৌতম, শেলি সুরইয়া, এ আশ্বিন ক্রিস্ট, সালমান নাজির, আরন সামারস, রসটন দিয়াস, দফাদার খিজির আনোয়ার, কার্তিক ত্যাগি, শুভম রঞ্জন, সিদ্ধান্ত শুভল, বিনোদ কুমার সিভি, থমাস কাবের, তেজস সিং বারোকা, আখিল আরবিন্ত হারর্দেকার, সামার স্প্রিঙ্গার, আশোক মেনারিয়া, জ্যাক ওয়েলডারমুথ, উদিন স্মিথ, উয়োগেস নাগের, মিলিন্দ কুমার, শুভম আগারওয়াল, উমাহেস কুমার, আবু নাসিম আহমেদ, বিবেক সিংহ, মোহাম্মেদ বিলাল, অরুন চোপড়া, রজত পালিওয়াল, অভিমন্যু রানা, রাহুল শুকলা, ভারগাভ ভাট, ফাবিদ ফারুক আহমেদ, আর্জুন শর্মা, আকাশ সুদান, শাদাব জাকাতি, শিভম চৌহান, সন্দ্বীপ বাভানকা, সর্বজিত লাড্ডা, কারণ কাইলা, গৌরব গাম্ভির, আঙ্কিত কৌশিক, প্যাট্রিক ক্রুগার, সোহরাব ঢালিওয়াল, অদিতয়া সারভেট, আমিশ সিধু, শাডলে ভ্যান, পারভীন তামবি, ভিগনেশ মোরথি, অর্জুন নায়ার, আনিকেত ভাওয়ানি, নিখিল সঙ্কর নায়েক, সামিত প্যাটেল, অজিত চাহাল, কে.বি অরুণ কার্তিক, দিপক চৌধুরী, প্রদীপ দাধী, ডমিনিক জোসেফ মুত্তোসোয়ামি, বাবাসাফি পাঠান, শিভম দুবে, হানুমা বিহারী, পুনিত দত্ত, প্রদীপ থিপাসওয়ামি, কুলদীপ ইয়াদব, কনা শ্রীকর ভারত, নিনাদ রাথব, কে.সি চারিআপা, সিদ্ধান্ত শর্মা, মিহির হিরওয়ানি, মৃণাঙ্ক সিং, অক্ষয় ওয়াকহারে, মানজিতকুমার চৌধুরী, মহেশ রাওয়াত, গীতানস খেরা, মনন শর্মা, চিন্তন গাঁজা, উৎকর্ষ সিং, অমিত মিসরা, জিতেশ শর্মা, জালাজ সাক্সেনা, লোকমান ইকবাল মেরিওয়ালা, ভিশনু বিনোদ, বিকাশ টোকাস, যুবরাজ চৌদাশামা, শ্রীকান্ত ওয়াগ, রনিত মোরে, সমিত রওইকর, বীর প্রতাপ সিংহ, আশিষ রেড্ডি, বিরাট সিং, ভারুণ খান্না, কুলদীপ হুদা, সুরইয়অ সানানদিয়া, পাবান সুয়াল, ভৈবহ রাওয়াল, সন্দ্বীপ ওয়ারিয়ার, জে সুচিথ, আশিষ হুদা, পঙ্কজ জসওয়াল, আনুশতোপ মজুমদার, প. সাই কিশোর, রাহিল এস শাহ, হারমিত সিংহ, মার্কাস হ্যারিস, রেইস ভ্যান ডার দুশন, রাজেশ ভিশনু এসআর, পরশ দূর্গা, সেলদন জ্যাকসন, সপ্নীল সিংহ, ঈশ্বর চৌধুরী, ডি.ডি রবি তেজা, পাওল ভালতাথি, কেদার দেবধর, হিম্মত সিং, আমানদ্বীপ খের, ঋতিক চ্যাটার্জি, ক্রিস গ্রীণ, রায়ান নীনান, রোহান প্রেম, পুনিদ দত্ত, পরিক্সিত ভালশঙ্কর, আর. সঞ্জয় ইয়াদব, ইমতিয়াজ আহমেদ, অতিত শেঠ, আঙ্কিত লাম্বা, অমিত মিশরা, সার্থক রঞ্জন, চিপুরুপালি স্ট্যাফেন, দিনেশ সালুখে, শিভম শর্মা, প্রিয়াঙ্কা পঞ্চল, রাজভিন্দর সিংহ, সুবেক গিল, প্রথম সিংহ, ইন্দ্রজিত বাবা, আনমোলপ্রিত সিংহ, সাগর ত্রিবেদী, বিনয় চৌধুরী, অনুজ রাওয়াত, অমিত ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড, আকাশ পার্কার, শুভম সিং রোহিলা, অঙ্কিত সোনি, ললিত যাদব, হার্ভিক দেশাই, আনমোল মালহোত্রা, দ্রভ রাভাল, রোহিত রাভি কুমার, মোহাম্মদ নাজিম সিদ্দিকী, চামা মিলিন্দ, মায়াঙ্ক সিধু, উমর নাজির মীর, সন্দ্বীপ কুমার তোমার, ইয়ারা রাজ, ওশানি থমাস, আথিসায়ারাজ ভি, আকাশ ভান্ডারি, জিসান আনসারি, সিদ্ধার্থ দেশাই, জিয়াস কে, প্রত্যুষ সিং, আলেক্সান্ডার রামা দোষ, হিমানুষ রানা, আকশত রেড্ডি, আর সমর্থ, নাথু সিং, সিভিল কৌশিক, মোহাম্মদ আসাদুদ্দিন, অভিনভ মনোহর, রোহান মারওয়াহা, সৌরভ কুমার, রজত পতিধর, প্রবীণ দুবে, ইয়াশ শেহরাওয়াত, কুনাল চান্ডেলা, আমির গণি, পুলকিত নারাং, রিয়ান পরাগ, বলতেজ ধানদা, করণ বীর সিং, আরমান জাইন, সুমিত ভার্মা, মুকেশ কুমার সিংহ, আর্শদ্বীপ সিংহ, ক্যামেরুন গ্যানন, সাদিক হাসান কিরমানি, রাভি চৌহান, জসকারানভির সিংহ সোহি, সমিত গোহিল, অক্ষয় করনেভার, রিসি আরোথি, রামানদ্বীপ সিংহ, অভিজিত তুমার, জিওয়ানজাত সিং চৌহান, অভিমন্যু ইসওয়ারান, অভিষেক গুপ্তা, চিরাগ গান্ধী, হামজা তারিক, রাহুল যাদব, কাইল মায়েরস, গোবিন্দ পোদ্দার, রাভি কিরান মাজেতি, ইশান পোরেল, রাজেশ শর্মা, অদিত্য থাকার, সুবোধ ভাটি, মোহন প্রশাথ, অ্যান্টনি দাস, অভিষেক সাকুজা, তুষার দেশপান্ডে, জাসকারান সিংহ, প্রসিধ কৃষণা, নিখিল ঘণঘটা, জয় গোকুল বিশতা, হিতেন দালাল, সোমনাথ বোদাপাতি, দীপক পুনিয়া, বাবা অপরাজিত, উন্মুক্ত চান্দ, মিলিন্দ টেনডন, রাজনেশ গুরবানি।

আরও পড়ুন:

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh