• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চার বছর পর টেস্টে ফিরলেন রাজ্জাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬

জাতীয় দলকে এখনও দেয়ার অনেক কিছুই আছে। তা কিছুদিন আগেই দেখিয়েছিলেন হারিয়ে যেতে বসা ৩৫ বছর বয়সী স্পিনার আব্দুর রাজ্জাক। সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। বর্তমানে তিনি ১১৪ ম্যাচে নিয়েছেন ৫১০ উইকেট।

যার উপহার স্বরূপ মিরপুরে সাকিবের হাত থেকেই নিয়েছিলেন পাঁচশ উইকেটের স্মারক ট্রফি। আর সেই সাকিবের বদলি হিসেবেই জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন আব্দুর রাজ্জাক।

--------------------------------------------------------
আরও পড়ুন: অবশেষে সস্তায় বিক্রি হলেন গেইল
--------------------------------------------------------

গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন সাকিব। কাল সন্ধ্যায় সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করে বিসিবি। আজ নেয়া হয় রাজ্জাককে।