• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কুশলের তাণ্ডব থামালেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৩:১১

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাঘ-সিংহের লড়াই। আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত ১৬ ওভারে ২ উইবেট হারিয়ে তাদের সংগ্রহ ৮২ রান। ৪৭ বলে ২৭ রান করে অপরাজিত আছেন উপল থারাঙ্গা। ২৯ বলে ২১ রান নিয়ে তার সঙ্গে ক্রিজে আছে নিরোশান ডিকভেলা।

এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। নাসির হোসেনের বদলে একাদশে জায়গা করে নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বল করতে এসে নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন দানুশকা গুনাথিলাকার উইকেট। ১১ বলে ৬ রান করে তামিম ইকবালের কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

তবে আরেক প্রান্তে থাকা অভিজ্ঞ উপল থারাঙ্গা ব্যাট চালাতে থাকেন। তার সঙ্গে যোগ দেন কুশল মেন্ডিস। মাত্র ৯ বলে ২৭ করেন তিনি। দুটি চার ও তিনটি ছয় হাঁকান এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফেরন তিনি।

এদিকে ওপেনার এনামুল হক বিজয়ের বদলে মোহাম্মদ মিথুনকে ভেড়ানো হয়েছে টাইগার শিবিরে। আর আবুল হাসান রাজুর বদলে ফের সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
--------------------------------------------------------
আরওপড়ুন: ফাইনালে হাথুরুর নতুন চমক
--------------------------------------------------------

এই ম্যাচে টাইগারদের বিরুদ্ধে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লঙ্কানরা। এতে চমক দিয়ে নামানো হয়েছে শেহান মাদুশানাকাকে।

ক্যারিয়ারে তিনটি ফার্স্ট ক্লাস ও তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই বোলার। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। তার গড় বোলিং গতি ১৩৫। বলের মধ্যে ভিন্নতাও আছে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম বারের মতো হাথুরুর অধীনে খেলতে নেমে হারতে হয় শ্রীলঙ্কা দলকে। প্রথম দুই ম্যাচে হেরেই ব্যাকফুটে চলে যায় তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ায় তারা। সব শেষ ম্যাচে ৮২ রানে বাংলাদেশকে অলআউট করে ১০ উইকেটে জিতে নেয় ম্যাচ।

শ্রীলঙ্কার দল

উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশানাকা।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

আরওপড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh