• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৮, ১১:৩৯

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।

আজ শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার এনামুল হক বিজয়ের বদলে মোহাম্মদ মিথুনকে নেয়া হয়েছে। নাসির হোসেনের বদলে একাদশে যায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর আবুল হাসান রাজুর বদলে ফের সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

অন্যদিকে লাকশান সান্দাকানের বদলে অভিষেক হয়েছে লঙ্কান পেসার শেহান মাদুশানাকা। তরুণ এই পেসারকে চন্ডিকা হাথুরুসিংহের নতুন আবিষ্কার হিসেবে তুলে ধরেছিল শ্রীলঙ্কান গণমাধ্যম।

টাইগারদের কাছে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে জয়ের হাতছানি। অন্যদিকে সবশেষ ম্যাচে স্বাগতিকদেরকে মাত্র ৮২ রানে গুড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজেই মাঠে নামছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ম্যানইউর হয়ে অভিষেকেই সানচেজের বাজিমাত
--------------------------------------------------------

বাংলাদেশ দল

তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কার দল

উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশানাকা।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh