• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট দলে নতুন মুখ নাঈম হাসান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জানুয়ারি ২০১৮, ১২:২৮

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার চারদিন পর আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামে।

শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে নিশ্চয়ই মন খারাপ করে ছিলেন নাঈম হাসান। খারাপ হওয়ারই কথা।ভারতের সঙ্গে যে কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হয়েছে তার দল। কিন্তু পরক্ষণেই কুইন্সটাউনে বসেই পেলেন সুখবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী এই অফ স্পিনার। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে নিজে উজ্জ্বল ছিলেন।

দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও শুভাশিস রায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও নাঈম হাসান।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন যারা 
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
X
Fresh