• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জয়সুরিয়ার রেকর্ড ভাঙলেন তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:১১

শ্রীলঙ্কার ক্রিকেট গ্রেট সনাৎ জয়সুরিয়াকে টপকালেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডে ম্যাচে সর্বাধিক রানের মালিক হবার জন্য তামিমের প্রয়োজন ছিল মাত্র ৪২ রান। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওই রান টপকে গেছেন এই তারকা ব্যাটসম্যান।

এদিন ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে হোম অব ক্রিকেটে ড্যাশিং ওপেনার ২ হাজার ৪৭৩ রান নিয়ে খেলতে নামেন। আর লঙ্কান সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়াকে টপকে যান তিনি। বর্তমানে ৬৩ বলে ৪৩ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

‘মাতারা হারিকেন’ খ্যাত জয়াসুরিয়া তার ক্যারিয়ারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মোট রান করেছিলে ২ হাজার ৫১৪।

এদিকে ওয়ানডে ক্যরিয়ারে ৬ হাজার রান আগেই এ মাইলফলকটি ছুঁলেন তিনি। ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের আজ প্রয়োজন ৬৬ রান।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিস মুর্তজা। শুরুতেই এনামুল হক বিজয় ফিরে গেলেও সাকিব আল হাসানকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন তামিম।

আরও পড়ুন

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh