• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ১৭:১৪

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড দল।

রোববার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ১৬ রানে জয় পেয়েছে সফরকারীরা। শত রান করে ম্যাচ সেরা হয়েছেন জস বাটলার।

এদিন প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ৩০৩ রানের টার্গেট দেয় ইংলিশরা। বড় টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তখন বোর্ডে মাত্র ২৪ রান। দলীয় ৪৪ রানে ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন দীর্ঘদিন পর দলে ফেরা ক্যামেরন হোয়াইট। তবে রানার চাকা সচল রাখেন ওপেনার অ্যারন ফিঞ্চ। তুলে নেন অর্ধ শতক।

২১তম ওভারে দলীয় ১১৩ রানে ব্যক্তিগত ৬২ রান করে আউট হন ফিঞ্চ। মিশেল মার্শের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪৬ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে ব্যক্তিগত ৫৫ রান করে থামতে হয় মার্শকে।

শেষ দিকে অলরাউন্ডার মার্কাস স্টোইন্স ও টিম পেইন চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। শেষপর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৬ রান করতে সক্ষম হয় অসিরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: হাথুরুকে জবাব দিচ্ছেন পেরারা
--------------------------------------------------------

ইংল্যান্ডের হয়ে মার্ক উডস, ক্রিস ওয়েকস ও আদিল রশিদ তুলে নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ইংলিশদের ব্যাট করার আমন্ত্রণ জানান স্মিথ। জস বাটলারের সেঞ্চুরি, ক্রিস ওয়েকসের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান করে ইংলিশরা।

৮৩ বলে ১০০ রান করেন বাটলার। ৩৬ বলে ৫৩ রান করেন ওয়েকস। এছাড়া ৪১ রান করেন অধিনায়ক ইয়ন মরগ্যান।

স্বাগতিকদের হয়ে জস হ্যাজলউড দুটি উইকেট নেন। এছাড়া প্যাট কামিনস, স্টোইনস, অ্যাডাম জাম্পা ও মার্শ নেন একটি করে উইকেট।

চলতি সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ তে হেরে ওয়ানডে সিরিজ শুরু করে ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়ায় ইয়ন মরগ্যান নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে ৫ ও দ্বিতীয়টি ৪ উইকেটে জয় পায় জো রুট-জস বাটলাররা।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh