• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাথুরুকে জবাব দিচ্ছেন পেরারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৪

ভারত সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন থিসারা পেরারা। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহকে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়োগ দেয়ার পর এই অলরাউন্ডারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। দায়িত্ব গ্রহণ করার পর নতুন দলপতি হিসেবে আঞ্জেলো ম্যাথিউজকে নির্বাচন করেন কোচ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে যোগ দিয়ে পর পর দুটি ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় লঙ্কান বাহিনী।

তবে নতুন কোচ কে ঠিকিই জবাব দিচ্ছেন পেরারা। প্রথম ম্যাচে দুই উইকেট ও ৬৪ রান করে নিজের সেরাটি দেবার চেষ্টা করেন। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট ও ২৯ রান করেছেন এই তারকা ক্রিকেটার।

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১৯৯ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে দল।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘দল যেভাবে চায় সেভাবেই খেলছি’
--------------------------------------------------------

আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪৪ ওভারে ১৯৮ অলআউট হয় হিথ স্ট্রিকের শিষ্যরা।

এদিন পেরারা একাই তুলে নিয়েছেন চারটি উইকেট যা জিম্বাবুইয়ান টপ অর্ডারকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল।

এদিন নুয়ান প্রদীপ তিনটি ও লক্ষণ সান্দাকান তুলে নেন দুটি উইকেট।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ব্রেন্ডন টেইলর। অন্যদিকে অধিনায়ক গ্রেম ক্রেমার ৩৪ ও ম্যালকম ওয়ালার করেছেন ২৪ রান।

আরও পড়ুন:

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh