• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ম্যানসিটি নয়, ম্যানইউতে সানচেজ

স্পোর্টস ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৮, ০৯:০৪

দেরিতে হলেও সানচেজের স্বপ্নটা অবশেষে পূরণ হওয়ার পথে। গতবছর মিডিয়ার সামনে প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন দলবদল করে বড় কোনো ক্লাবে যোগ দিতে চান। কিন্তু গ্রীষ্মকালীন ট্রান্সফারে তা সম্ভবপর হয়ে ওঠেনি। তবে বহুল আলোচিত ম্যানচেস্টার সিটি নয়, ২৯ বছর বয়সী চিলিয়ান ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে যাচ্ছে সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে। না, চুক্তি এখনো হয়নি। তবে কথা-বার্তা চূড়ান্ত। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার নিজেই ইউনাইটেডের কাছে সানচেজকে বিক্রি করার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন। বলেছেন, চুক্তিটি সম্ভবত হতে যাচ্ছে।

গত জুনের ঘটনাটা। রাশিয়ায় ফিফা কনফেডারেশনস কাপ শুরুর আগে। সাংবাদিকরা জানতে চান অ্যালেক্সিস সানচেজের স্বপ্নের কথা। আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড সবাইকে বিস্মিত করে বলে বসেন, ‘এই মুহূর্তে আমার স্বপ্ন দুটো। প্রথমত দেশকে কনফেডারেশনস কাপের শিরোপা জেতানো জেতানো। দ্বিতীয়ত, দলবদল করে বড় কোনো ক্লাবে যোগ দেয়া।’ যেখানে গেলে শিরোপার সুবাস পাবেন!

দ্বিতীয় লক্ষ্যটাই বিস্মিত করেছিল সবাইকে। একজন খেলোয়াড় এভাবে প্রকাশ্যে ক্লাব বদলের ঘোষণা দিতে পারেন! যাই হোক, গ্রীষ্মে সানচেজের দুই স্বপ্নের একটিও পূরণ হয়নি। সানচেজদের চিলি কনফেডারেশনস কাপের ফাইনালে উঠলেও হেরে যায় জার্মানির কাছে। আর্সেনাল ছেড়ে খুঁজে নিতে পারেননি নতুন কোন ঠিকানাও।

বিজ্ঞ ওয়েঙ্গার অবশ্য জুড়ে দিয়েছেন দলবদলের অনিশ্চয়তার বিষয়টিও। বলেছেন, ‘চুক্তি না হওয়ার আগে অবশ্য কিছুই নিশ্চিত নয়। কথা বার্তা হলেও শেষ পর্যন্ত চুক্তিটা ঝুলেও যেতে পারে।’ বাস্তবতা বলছে, ওয়েঙ্গারের পরের এই কথাটা কেবলই কূটনৈতিক চাল। সানচেজের আর্সেনাল ছেড়ে ইউনাইটেডে যাওয়াটা নিশ্চিত। শিগগিরই চুক্তিপত্রে স্বাক্ষর করে সাবেক বার্সেলোনা তারকা হয়ে যাবেন ইউনাইটেডের খেলোয়াড়।

কারণ, ইউনাইটেডের কোচ হোসে মরিনহোও সানচেজের সঙ্গে কথা-বার্তা প্রায় পাকা করার কথা বলেছেন। এমনকি ইউনাইটেডে সানচেজ কত নম্বর জার্সি পরে খেলবেন, সেটাও নিশ্চিত। ওল্ড ট্রাফোর্ডে ৭ নম্বর জার্সি পরবেন সানচেজ। এর মাধ্যমে মরিনহোকে উড়িয়ে দিয়েছেন অন্য একটি গুঞ্জনও। ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার ইচ্ছা ইউনাইটেডের নেই!

গত গ্রীষ্ম থেকেই সানচেজের দলবদলের বিষয়টি আলোচনায়। তাকে কেনার প্রতিযোগিতায় অনেক ক্লাবের নামই যুক্ত হয়। তবে ম্যানচেস্টার সিটির নামটিই উচ্চারিত হচ্ছিল বেশি। এমনকি জানুয়ারির শীতকালীন উইন্ডোতেও সিটির কথাই শোনা যাচ্ছিল বেশি।

বার্সেলোনায় থাকতে কোচ পেপ গার্দিওলার সঙ্গে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল সানচেজের। অনেকেই মনে করেছিল সাবেক গুরুর সঙ্গে আবার জুটি বাঁধতে সানচেজ শেষ পর্যন্ত সিটিতেই যাবেন। গার্দিওলাও সানচেজকে নেবেন। কিন্তু শেষ পর্যন্ত সানচেজ যাচ্ছেন সিটির নগরপ্রতিদ্বন্দ্বীদের শিবিরে।

চুক্তির অঙ্কটা কত হবে, সেটা এখনো জানা যায়নি। তবে ইউনাইটেডে তার বার্ষিক বেতন নাকি হবে ১৬ মিলিয়ন ইউরো।

উল্লেখ্য, সানচেজ বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন ২০১৪ সালে। কিন্তু ইংলিশ ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিততে না পারায় হাপিয়ে উঠেছেন। তাই মরিয়া ছিলেন দলবদলের জন্য।

আরও পড়ুন

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
ড্রয়ে শেষ রিয়াল-সিটির লড়াই
X
Fresh