• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইনজামামকে ছাড়িয়ে গেলেন তামিম ইকবাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৮, ১৪:৩২

সানাথ জয়াসুরিয়াকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১২৬ রানের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি খেলতে নামার সময় সামনে ছিলেন দুজন। অন্যজন পাকিস্তানের কিংবদন্তী ইনজামাম-উল-হক।

৭৬ রান করতে পারলেই ইনজিকে ছাড়িয়ে ঠিক জয়াসুরিয়ার পেছনে গিয়ে দাঁড়ানোর সুযোগটা ছিল। তামিম সেটা করেছেন। কিন্তু তামিম ইকবাল ৮৪ রান করে ফিরে গেলেন। একটুর জন্য বাংলাদেশের ড্যাশিং ওপেনার মিস করলেন দশম সেঞ্চুরিটা।

বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা মারকুটে ওপেনার লঙ্কান জয়াসুরিয়া ১৯৯২ থেকে ২০০৯ পর্যন্ত এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের দখলে নিয়ে বসে আছেন।

পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক ১৯৯৩ থেকে ২০০২ পর্যন্ত একটি মাঠে খেলে রেকর্ডটার এক নম্বর স্থান দখলে রেখেছিলেন।

পরে জয়াসুরিয়া তাকে টপকে গেছেন শীর্ষে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে ২৫১৪ রান করেছিলেন জয়াসুরিয়া। ৪টি সেঞ্চুরি ও ১৯টি ফিফটি ছিল ওই মাঠে।

ইনজি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচে ৫০.২৮ গড়ে ২৪৬৪ রান করেছিলেন। ওখানে তার সেঞ্চুরি ৪টি। আর ফিফটি ১৭টি।

অন্যদিকে আজকের ম্যাচের পর মিরপুর শের-ই-বাংলায় ৭৩ ওয়ানডেতে তামিমের সংগ্রহ ২৪৭৩ রান।

আরও পড়ুন

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh