• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইব্রাহিমোভিচকে ছুঁলেন কাভানি

স্পোর্টস ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১০:১২

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে সবচেয়ে বেশি গোল দেয়ার রেকর্ডে ভাগ বসালেন এডিসন কাভানি। সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে যৌথভাবে দলটির হয়ে ১৫৬ গোলের মালিক হলেন উরুগুইয়ান এ তারকা।

বুধবার রাতে ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে ডিজনের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পায় পিএসজি। অপেক্ষাকৃত দুর্বলটিকে ৮-০ গোল বন্যায় ভাসায় ফ্রেঞ্চ পাওয়ার হাউজ।

এদিন ২১তম মিনিটে দলের হয়ে তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন কাভানি। এতে সব ধরনের প্রতিযোগিতায় পিসজির সাবেক স্ট্রাইকার ইব্রাহিমোভিচের সমান সংখ্যক গোল দেন তিনি।

এদিন প্রথমার্ধের চার মিনিট ও ১৫ মিনিটে দুটি গোল দিয়ে শুভ উদ্বোধন করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া। ২১ মিনিটে কাভানি ও ৪২ মিনিটে চমৎকার ফ্রি কিকে গোল দেন নেইমার। এতে ৪-০ গোলে প্রথমার্ধ শেষ করে প্যারিসের দলটি।

দ্বিতীয়ার্ধে শুরু হবার পর ফের আক্রমণ চালাতে থাকে পিএসজি। ৫৭ ও ৭৩ মিনিটে দুটি গোল দেন নেইমার। এতে দলটির হয়ে প্রথমবার হ্যাট্রিকের স্বাদ পান ব্রাজিলের এ মহাতারকা।

৭৭তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে খেলতে নামা কিলিয়ান এমবাপেও ডিজনের জালে বল জড়ান। ৬ মিনিট পর পেনালটিতে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোলটি করেন নেইমার।

এতে ২১ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে কোন উনাই এমেরির শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিয়ন। ৪৪ ও ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মার্সেই এবং মোনাকো।

ওয়াই/জেবি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh