• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ড্র করেও শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ০৯:১০

কোপা ডেল রেতে স্প্যানিশ লা লিগার তৃতীয় সারির দল নুমানসিয়ান মুখোমুখি হয়েছিল জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। যদিও প্রথম লেগে বড় জয়ের কারণে শেষ আট নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে দুই-দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল।

প্রথম লেগে ৩-০ গোলে বড় জয় পায় লস ব্লাঙ্কোসরা। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ আটে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেয় লুকাস ভাসকেজ। চমৎকার হেডে প্রতিপক্ষের বারে গোল জড়ান স্প্যানিশ এ উইংগার। তবে বিরতিতে যাবার কিছুক্ষণ আগেই প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ করে নুমানসিয়া। কাউন্টার অ্যাটাকে গোলের নায়ক গুইলেরমো ফারনানদেজ হিরেয়েরো।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পর একের পর এক আক্রমণ চালাতে থাকে রিয়াল। ৫৯ মিনিটে ভাসকেজ পূরণ করেন নিজের ও দলের দ্বিতীয় গোল।

২-১ গোলে এগিয়ে থাকা স্বাগতিকরা ফের আক্রমণ চালাতে থাকে। তবে ৮২ মিনিটে বার্নাব্যুর দর্শকদের হতাশ করে নুমানসিয়া। ফের গোল করলেন গুইলেরমো। তবে এবারেরটি হেডে।

ম্যাচের শেষ দিকে সফরকারী দলের খেলোয়াড় দানি কালভোক রিয়াল তারকা ইসকোকে পেছন থেকে ধরে ফেলে দেন। এতে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। শেষ পর্যন্ত ২-২ গোলে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ওয়াই/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh