• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাবেক ফুটবলার আমিনুল জামিনে মুক্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ২২:৩৮

প্রায় ১ মাস ৪ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় কেরানীগঞ্জ কারাগার থেকে আমিনুল মুক্তি পেয়েছেন।

এর আগে গত ৫ ডিসেম্বর হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

পরদিন (৬ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আমিনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমিনুল হক বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন। তিনি দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল। পরে আমিনুল হক বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
X
Fresh