• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৯ মাস নিষেধাজ্ঞা কমলো শারাপোভার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ অক্টোবর ২০১৬, ১৩:১৭

মাদক সেবনের দায়ে ২ বছর নিষিদ্ধ রুশ টেনিস সেনসেশন মারিয়া শারাপোভার নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ মাস করা হলো। ডোপিং নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাঁচবারের গ্রান্ডস্ল্যামজয়ী এ তারকার করা আপিলে এমন রায় দিলো আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

এ রায় অনুযায়ী, ২০১৭ সালের ২৬ এপ্রিল টেনিস কোর্টে ফিরতে পারবেন মারিয়া শারাপোভা। রায়ের পর তিনি বলেন, আামি অধীর আগ্রহে কোর্টে ফেরার অপেক্ষায় আছি।

নিষিদ্ধ ‘মেলডোনিয়াম’ সমৃদ্ধ ওষুধ ব্যবহারের দায়ে শারাপোভার ওপর ২ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)।

গেলো জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনের আগে ডোপিং টেস্টে পজিটিভ হন রুশ এ সুন্দরী।

ওই সময় মারিয়া শারাপোভা বলেন, শারীরিক অসুস্থতার কারণে ২০০৬ সাল থেকে মেলডোনিয়াম সমৃদ্ধ এ ওষুধ ব্যবহার করছেন তিনি।

পরে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ২৯ বছরের এ টেনিস তারকা।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh