• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নতুন বছরে বায়ার্নের বাংলায় শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০১৭, ২২:০৩

আর কিছুক্ষণ পরই বিদায় নিবে ২০১৭। আগমন ঘটবে নতুন বছরের। এমন মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে ভুলে যায়নি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। নতুন বছরে বাংলাদেশের সমর্থকদের জন্য বাংলায় শুভেচ্ছা জানিয়েছে ক্লাবটি।

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখের অগণিত ভক্ত-সমর্থক। এই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশি ফুটবলপ্রেমীরাও। তাইতো অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাতেও নতুন দিনের শুভেচ্ছা জানিয়েছে বায়ার্ন মিউনিখ।

বায়ার্ন মিউনিখ এদিন তাদের ফেসবুকের ভেরিফাইড পেইজে এভাবে লিখে “Dear FC Bayern fans in Bangladesh, thank you very much for your great support in 2017!“

পরে পুরো দলের উল্লাসের ছবির সঙ্গে নিচে ‘ধন্যবাদ’ জানায় দলটি।

এর আগে বাংলাদেশের সমর্থকদের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বাংলায় অভিনন্দন জানায়।

স্পেনের ক্লাব বার্সেলোনা টুইটারে ১৫টি ভাষায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছিল। যার মধ্যে জায়গা করে নিয়েছে বাংলা ভাষাও।

এর আগে গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইকে ৬-৫ গোলে হারানোর পর ফেসবুকে বাংলা লিখে পোস্ট করেছিল বার্সেলোনা।

সেই ম্যাচে মেসির উদযাপনের একটি ছবি পোস্ট করে বাংলাদেশি ভক্তদের কাছে কাতালান ক্লাবটির জিজ্ঞাসা ছিল, ‘আজ কেমন বোধ করছ?’

বাংলায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছিল স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপলোড করেছে রিয়াল মাদ্রিদ। চার মিনিটের ভিডিওর শেষে লিখিতভাবে ১৪টি ভাষায় ক্রিসমাসের শুভেচ্ছা জানানো হয়েছে। এর মধ্যে বাংলা অক্ষরে ‘শুভ বড়দিন’ লেখা শুভেচ্ছাটিও ছিল। যা কিনা সারা বিশ্বের ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য গর্বের বিষয়। বিশেষ করে বাংলাদেশি রিয়াল মাদ্রিদ সমর্থকরা এতে যারপরনাই খুশি।

ভিডিওতে রিয়াল সভাপতি ফ্লরেন্তিনা পেরেজ, কোচ জিদান, সার্জিও রামোস ও মার্সেলোর বক্তব্য থাকলেও সুপারস্টার রোনালদোর কোনো বক্তব্য ছিল না। শুভেচ্ছা বার্তায় গত মৌসুমের সফলতা ধরে রেখে ২০১৮ সালেও ভালো খেলার প্রত্যয় ব্যাক্ত করা হয়েছে।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh