• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বছরের শেষ ম্যাচে চেলসির জয়, ম্যানইউর ড্র

স্পোর্টস ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:০৭

বছরের শেষ ম্যাচে গোল উৎসব করলো চেলসি। নিজেদের মাঠে স্টোক সিটির বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে দলটি।

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দর্শকরা দেখলেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের নৈপুণ্য। পাঁচ গোলের মধ্যে উইলিয়ান করেছেন একটি, অ্যাসিস্ট করেছেন দুটি।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আন্তোনিও কন্তের শিষ্যরা।

ম্যাচের প্রথম গোলটি করেন আন্তোনিও রুডিগার। নবম মিনিটে ড্যানি ড্রিঙ্কওয়াটার। ২৩ মিনিটে পেদ্রো। ৭৩ মিনিটে উইলিয়ান ও ৮৮ মিনিটে গোল দেন দেভিদ জাপ্পাকস্তা।

এদিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

নবম মিনিটে মাথায় ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। তার বদলে স্ট্রাইকার মার্কাস র‍্যাশফোর্ড নামেন তার জায়গায়। ম্যাচশেষে ০-০ গোলে ড্র থাকতে হয়।

পয়েন্ট টেবিলে ২২ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ২১ ম্যচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানইউ রয়েছে তৃতীয় স্থানে।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব
দুর্বল শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো চেলসি
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ছেন বোহলি
X
Fresh