• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতকে পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৩

ফেবারিট হিসেবেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের আসর শুরু করে বাংলাদেশের মেয়েরা। তারই ধারাবাহিকতায় নেপাল ও ভুটানের পর এবার ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পার্শ্ববর্তী দেশটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

আজ বৃহস্পতিবার কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গোল উৎসবে মেতেছিলেন দর্শকরা। একটি করে গোল করেছেন আনুচিং মোগিনি, শামসুনাহার ও মনিকা চাকমা।

দক্ষিণ এশিয়ার সাতটি দলের এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হলেও করছে চারটি দেশ। দলগুলো হল স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। পাকিস্তানের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। আর মালদ্বীপের নারী ফুটবলের বয়সভিত্তিক দল নেই। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের এবারের আসরে দল কম ছিল। তাই লিগ পদ্ধতিতে শুরু হয় আয়োজন। প্রত্যেক দল প্রত্যেক দলের মুখোমুখি হয়। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলার ছিল।

আসরের প্রথম ম্যাচ থেকে অ্যাটাকিং ফুটবল খেলেতে থাকে মারিয়া মান্ডার নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৬-০ গোলে বড় জয় পায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামে তারা। সে ম্যাচেও ৩-০ গোলে দাপুটে জয় পায়। অন্যদিকে ভারত গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই জয় পায় ভারত।

গ্রুপ সেরা হতে নেমে আজ ম্যাচের ৩২তম মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের ব্যবহার দ্বিগুণ করেন শামসুনাহার। আর ভারতের কফিনে শেষ পেরেকটি গাড়েন মনিকা চাকমা। ২২ ও ২৩ ডিসেম্বর বিরতি দিয়ে ২৪ ডিসেম্বর ফাইনালে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ও ভারত।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh