• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টি-টেনের চ্যাম্পিয়ন সাকিবের কেরালা

স্পোর্টস ডেস্ক

  ১৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২৫

কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে ফাইনালে নিয়েছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন হতে না পারলেও ২২ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা বোলার। বিপিএল শেষ করে উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাতে। সেখানে সাক্ষী হয়েছেন ক্রিকেটের সবশেষ ও সংক্ষিপ্ত সংস্ককরণ টি-টেন লিগের। প্রথমবারের মতো এ আয়োজনে যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারের দল কেরালা কিংস।

রোববার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় কেরালা।

টস জিতে পাঞ্জাবকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় কেরালার অধিনায়ক ইয়ন মরগান।

শুরুর দিকে ওপেনার উমর আকমল ফিরে গেলেও ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার লুক রনকি। ৩৪ বলে ৭০ রান করেন কিউই এ তারকা।

অন্যদিকে শোয়েব মালিক ২৬, কার্লোস ব্রাথওয়েট ৩ ও ফাহিম আশরাফের ৯ রানে সুবাদে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করতে সক্ষম হয় মিসবা উল হক নেতৃত্বাধীন দলটি।

লিয়াম প্লাঙ্কেট ও রায়েদ এমরিত নেন একটি করে উইকেট। দুই ওভার বল করে ৩১ রান দিয়ে কোন উইকেট পাননি সাকিব।

জবাবে ইনিংস এর প্রথম বলেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার চাদউইক ওয়ালটনকে ফিরিয়ে দিয়ে লড়াইয়ের আভাস দেন পাঞ্জাবের বোলার ফাহিম আশ্রাফ।

তবে আয়রিশ অলরাউন্ডার পল স্টারলিং ও অধিনায়ক মরগানের ১১৩ জুটিতে কেরালার জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

শেষ দিকে হাসান আলীর বলে ব্রাথওয়েটের হাতে ধরা পড়েন মরগ্যান। ২১ বলে ৬৩ রান করে ফেরেন তিনি।

দুই ওভার বাকি থাকতেই আট উইকেটের বড় জয় পায় কেরালা।

২৩ বলে ৫২ করে স্টারলিং ও ৪ বলে ২ রান করে কাইরন পোলার্ড অপরাজিত ছিলেন।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh