• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আগামীতে আমরা চ্যাম্পিয়ন হবোই হবো : নাফিসা কামাল

কুমিল্লা প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর ২০১৭, ২২:০৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে আমরা চ্যাম্পিয়ন হবোই হবো। বললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল।

রোববার বিকেলে কুমিল্লা জেনিস একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাফিসা কামাল বলেন, এবার নয়টি খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে। হেরেছে তিনটিতে। কাউকে দোষ দিয়ে লাভ নেই। শক্তি আর অদম্য সাহস নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিজয়ী ট্রফি আনতে পারেনি, এজন্য কুমিল্লাবাসীর নিকট দুঃখ প্রকাশ করছি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাফিসা কামালের জ্যেষ্ঠ বোন কাশমী কামাল, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফারুক রোমেন, জেনিস’র সত্ত্বাধিকারী মো. হান্নান খান মোহন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির হেড কোচ আতিকুর রহমান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মাঠে আগামী ২৩ ডিসেম্বর জেনিস একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের এ খেলা শুরু হবে।

এতে আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার (গ্রিন), কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার (রেড), ক্রিকেটার্স কুমিল্লা (গ্রিন), ক্রিকেটার্স কুমিল্লা (রেড), স্টার ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি (গ্রিন), কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি (রেড) ও আবদুর রাজ্জাক মেমোরিয়াল ক্রিকেট একাডেমি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh