• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেপালকে বিধ্বস্ত করে বাংলাদেশের শুভ সূচনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৮

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই অসাধারণ নৈপূণ্য দেখিয়েছে বাংলাদেশ দল। নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের প্রথম হ্যাট্রিক করেছেন তহুরা খাতুন। দুটি গোল করেছেন আনুচিং মগিনি। একটি গোল করেন মনিকা চাকমা।

এদিন ম্যাচের ১১ মিনিটেই মনিকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দুই মিনিট পর ফের গোল। এবার ব্যবধান দ্বিগুণ করেন আনুচিং। ৩২তম মিনিটে দলের গোল তৃতী গোলটি করেন তহুরা।
প্রথমার্ধের পুরোটা সময়ই বাংলাদেশের দখলে ছিল। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আনুচিং।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেপালের বারে আক্রমণ চালাতে থাকে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৬৯ ও ৭২ মিনিটে পর পর দুটি গোল করে হ্যাট্রিক করেন তহুরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মারিয়া মান্ডার নেতৃত্বাধীন দলটি।

এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত।

দক্ষিণ এশিয়ার সাতটি দলের এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হলেও করছে চারটি দেশ। দলগুলো হল স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। পাকিস্তানের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। আর মালদ্বীপের নারী ফুটবলের বয়স ভিত্তিক দল নেই। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

দল কম হওয়ায় লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের আয়োজন। প্রত্যেক দল প্রত্যেক দলের মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে।

১৯ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। এদিন পরের ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভারত। ২১ ডিসেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। আর ভুটান খেলবে নেপালের বিপক্ষে।

২২ ও ২৩ ডিসেম্বর বিরতি। ২৪ ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল শিরোপার জন্য লড়াই করবে।

ওয়াই/এসআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh