• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ০৯:২৭

ম্যাচে নামার আগেই রেকর্ডের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্রফির রেকর্ড ছিল বার্সেলোনার। গতকাল রাতে সেই বার্সার ঘাড়ে নিশ্বাস ফেললো রিয়াল। কিন্তু অন্যদিক দিয়ে বার্সাকে ছাড়িয়ে যায় রিয়াল। টানা দুটি ক্লাব বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হল তারা। ২০০০ সালে টুর্নামেন্ট চালু হওয়ার পর কোনো দলই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পারেনি।

এর আগে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা সুপার কাপের মুকুট জিতেছে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এটিই এক বছরে সেরা সাফল্য। ২০১৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়া জিদানের অধীনে সব মিলিয়ে রিয়ালের এটা অষ্টম শিরোপা।

জিতলেই দক্ষিণ আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার গৌরব অর্জন করত গ্রেমিও। অন্যদিকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গতবার জাপানের দল কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল। এ শিরোপা ধরে রাখলে তারা বার্সার সমান তিন বার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে। পাশাপাশি টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে।

এমন পরিসংখ্যান নিয়ে শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে গ্রেমিওর মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে গোল পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রোনালদোর ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি পায় রিয়াল।