• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তামিম শো দেখলো শারজাহ

স্পোর্টস ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৬

ক্রিকেটের নব্য সংস্করণে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই জাত চেনালেন বাঁ-হাতি ড্যাশিং এ ওপেনার। টি-টেন লিগে পাখতুনসের হয়ে নিজের প্রথম ম্যাচে ২৭ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। অসাধারণ এ ইনিংস খেলার পর টিম শ্রীলঙ্কা ক্রিকেটকে ২৭ রানে হারিয়েছে তার দল।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাখতুনস দলপতি শহীদ আফ্রিদি। আহমেদ শেহজাদকে নিয়ে ব্যাট করতে নামেন টাইগার ওপেনার তামিম।

দলীয় ২৯ রানে ব্যক্তিগত ২৪ রান করে শেহজাদ ফিরে গেলে এক পাশ আগলে রেখে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের অন্যতম সেরা এ ক্রিকেটার। অন্যদিকে নিয়মিত উইকেট পড়তে থাকে।

৫টি চার ও চারটি ছক্কায় ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ৫৬ রান করেন তামিম।

এছাড়া ফখর জামান ০, লিয়াম ডওসন ১১, আফ্রিদি ৭, নজিবুল্লাহ জাদরান ১, মোহাম্মদ নবী ৪ ও সোহেইল খান ১ রান করেন।

এতে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।

দুটি করে উইকেট নেন বিশ্ব ফারনান্দো ও শেহান জয়সুরিয়া। একটি উইকেট দখল করেন লাহিরু মধুশঙ্কা।

বড় টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৪ রান করতে সক্ষম হয় লঙ্কান দলটি। এতে ২৭ রানে জয় পায় তামিম-আফ্রিদির দল।

ওয়ানিনদু হাসারাঙ্গা ৩১, রামিথ রামভুকওয়েলা ১৮ ও ভানুকা রাজাপাকশের ১৩ রান ছাড়া কেউ দুই অংক ছুঁতে পারেননি।

পাকতুনস অলরাউন্ডার ডওসন নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নবী, ইমরান খান ও সোহেইল খান।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তামিম ইকবাল।

ওয়াই/এসআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh