• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আজিঙ্কা রাহানের বাবা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক

  ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩০

রাস্তায় এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্রিকেটার অজিঙ্কা রাহানের বাবা মধুকর বাবুরাও রাহানে।

আশঙ্কাজনক অবস্থায় আশাতাই কাম্বলে(৬৭) নামের ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই গ্রেপ্তার করা হয় অজিঙ্কা রাহানের বাবাকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিল্লির খোলাপুরের ৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন মধুকর রাহানে। কাঙ্গাল এলাকায় ঢুকলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীকে ধাক্কা মারে।

রাহানে বর্তমানে ভারত দলের সঙ্গে থাকায় পারিবারিক ভ্রমণে ছিলেন না। গাড়িতে রাহানের বাবা, মা ও বোন ছিলেন।

দুর্ঘটনা ঘটতেই স্থানীয়রা ছুটে আসেন এবং ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু হাসপাতালে ভর্তি করার পরপরই মৃত বলে ঘোষণা করা হয় আশাতাই কাম্বলেকে। এরপর রাহানের বাবাকে গ্রেপ্তার করেন পুলিশ।

রাহানের বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ২৭৯ এবং ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এএ/কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh