• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিগ ব্যাশে গেইলকে পেতে মন কাঁদছে হগের

স্পোর্টস ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৮

বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। আর এতে খেলবেন না ক্রিস গেইল। তা কী হয়? তবু সত্যি! নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বৈশ্বিক লিগ বিগ ব্যাশে খেলতে পারছেন না ক্যারিবীয় ব্যাটিং দানব। এজন্য মন কাঁদছে এই লিগে গেইলের দল মেলবোর্ন রেনেগেডসের সতীর্থ ব্র্যাড হগের। আসন্ন বিগ ব্যাশে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারকে দেখতে চান তিনি।

সদ্যই পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। ফাইনালে ঐতিহাসিক ইনিংস খেলেছেন গেইল। ৬৯ বলে করেছেন অপরাজিত ১৪৬ রান। এই ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ১৮টি ছক্কা। যা টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড।

গেইলের এই কীর্তি গড়ার পরই মনটা ভেতরে ভেতরে হু হু করে কেঁদে উঠেছে হগের। এমন বিধ্বংসী ব্যাটসম্যানকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘরোয়া টি-টোয়েন্টি পেতে চান তিনি। তার মতে, ‘এই ধরনের ব্যাটার না খেললে এমন লিগ রং, রূপ, রস ও সৌন্দর্য্য হারাবে। সঙ্গত কারণে এতে এই ব্যাটসম্যানের আরেকটি সুযোগ প্রাপ্য।’

তবে বিগ ব্যাশে টি-টোয়েন্টির ফেরিওয়ালা খেলার সুযোগ পাবেন কি না-তা সময়সাপেক্ষ ব্যাপার। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে এই লিগের (বিবিএল) দরজা বন্ধ হয়ে আছে তার জন্য। ২০১৫-১৬ মৌসুমে ম্যাচ চলাকালীন চ্যানেল টেন উপস্থাপিকা মেল ম্যাকলাফলিনকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে বারে যাওয়ার প্রস্তাব দেন ক্যারিবীয় বিস্ফোরক ব্যাটসম্যান। তিনি ওই নারীকে বলেছিলেন, ‘লজ্জায় লাল হয়ে যেও না বেবি’। এর জেরে ব্যাপক সমালোচনার কবলে পড়েন এই দানব ব্যাটসম্যান। পরে বিবিএলে তাকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বিগ ব্যাশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার জনপ্রিয় লিগ চষে বেড়াচ্ছেন গেইল। বিনোদিত করছেন ক্রিকেটপ্রেমীদের। হগের যত প্রশ্ন একে ঘিরেই, ‘এই লিগে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানের থাকা উচিত। সবাই চায়, একটি জনপ্রিয় টুর্নামেন্টে খেলুক সেরা খেলোয়াড়েরা। সে যদি আর সব লিগে ফেরি করে বেড়াতে পারে তাহলে এখানে নয় কেন? আসন্ন বিগ ব্যাশে তার না খেলার কোনো কারণ দেখি না!’

গেইলের অপ্রীতিকর মন্তব্য নিয়ে ৪৬ বছর বয়সী অজি ক্রিকেটারের যুক্তি, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে আচরণ পরিবর্তন করাই মূল কাজ। ওই নারীর সঙ্গে তার যা হয়েছে তা হতাশাজনক। সবাইকে ভুল থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করতে হবে।’

বিপিএলের ফাইনালে মহাকাব্যিক সেঞ্চুরির পর টি-টোয়েন্টি কিং দাবি করেন, ‘তিনিই সর্বকালের সেরা ব্যাটসম্যান’। এই ব্যাপারে চায়নাম্যান বোলার বলেন, ‘গেইল এরকমই। এই দাবি যে সে নেহাতই মজার ছলে করেছে তা নিঃসন্দেহে বলা যায়। তার মজা করার ধরণ এমনই।’

কয়েকদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই সিরিজে খেলতে শিগগির দলের সঙ্গে যোগ দেবেন গেইল।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের অনন্য রেকর্ড
গেইল-তামিমের পর মুশফিকের ছক্কার সেঞ্চুরি
সেঞ্চুরি করে গেইলকে স্পর্শ করলেন তামিম
X
Fresh