• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রংপুরের মেয়র ক্রিস গেইল!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? হতেই পারেন। ভাবছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটা তারকা ক্রিস গেইল কীভাবে রংপুরে? তাও আবার মেয়র? হাস্যকর হলেও সত্য ক্রিকেটপ্রেমীরা এখন এমনটাই চাইছেন। রংপুর সিটি করপোরেশনের চলমান নির্বাচনে এ নিয়ে বেশ হাস্যরস তৈরি হয়েছে। ফেসবুকে চলছে জোর প্রচারণা। ফেসবুকের কয়েকটি ইভেন্টে এরইমধ্যে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী গোয়িং দিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে অতিমানবীয় ইনিংস খেলে রংপুর রাইডার্সকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করেছেন ক্রিস গেইল। ক্রিজে দাঁড়িয়ে থেকে গেইল আতঙ্ক কী তা দেখিয়েছেন ঢাকা ডায়নামাইটসের বোলারদের। ম্যাচ শেষে নিজেদের ঘরে কাপ নেয়া ছাড়াও প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ, ব্যাটসম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন। নিয়েছেন ৬ লাখ ৪০ হাজার টাকার চেক ও একটি মোটরবাইক।

ফাইনালে রংপুরের অসাধরাণ জয়ের দিন ৬৯ বল খেলে গেইল করেছেন অপরাজিত ১৪৬ রান। ১৮টি ছক্কা ছাড়াও ইনিংসটিতে ছিল ৫টি বাউন্ডারি। এ নিয়ে বিপিএলে গেইলের মোট সেঞ্চুরি হয়েছে পাঁচটি। এটিই ছিল ৩২০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা গেইলের ২০তম সেঞ্চুরি। বিপিএলের পাঁচ আসর খেলে ওয়েস্ট ইন্ডিজ তারকার ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ছক্কা মেরেছেন ৮১৯টি।

টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক তো আগেই ছুঁয়েছিলেন। ঢাকার বিপক্ষের এ ইনিংসটি খেলার পর ১১ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি।

পঞ্চম আসরে মাত্র ১১ ম্যাচে এই ক্যারিবিয়ান দুটি সেঞ্চুরি করেছেন। সমান অর্ধশতক মিলে সংগ্রহ করেছেন ৪৯৪ রান।

ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মজা করে গেইল বলেই ফেলেন, ইয়া...আই এম দ্য গ্রেটেস্ট প্লেয়ার অব অলটাইম।

অন্যদিকে এ জয়ে রংপুরবাসীর আনন্দের শেষ নেই। বেশ কয়েকদিন ধরেই রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন নিয়ে উৎসব চলছিল বিভাগীয় এ শহরটিতে। বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে এতে নতুন রঙ এনেছে দিয়েছে। তার সঙ্গে গেইলের অসাধরণ পারফরমেন্সের তো তুলনাই নেই।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১২ সালের ডিসেম্বরে এই সিটি করপোরেশন প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হয়।

ক্রিকেটের প্রতি আবেগ থেকে রংপুরের নতুন হিসেবে ক্রিস গেইলকে দেখার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বেশ কয়েকটি ইভেন্ট খুলে জোরেসোরে প্রচারণা চলছে। এতে রসিকতার ছলে বেশ আগ্রহ প্রকাশ করছেন অনেকে।

আর তাদের স্লোগান, রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে ক্রিস গেইলকে দেখতে চাই! আর কোন দাবি নাই!

ফেসবুকে আরমান মালিক আরজু লিখেছেন, পাবলিকের দাবি মানতে হবে, ক্রিস গেইলকে রংপুরের মেয়র বানাতে হবে।

এসএইচ লিওন নিজের টাইমলাইনে পোস্ট করেছেন, সময়ের আর সবার এখন একটাই দাবি, ক্রিস গেইলকে রংপুরের মেয়র রূপে দেখতে চাই।

আকিফ মাহমুদ নামের এক ব্যবহারকারী লিখেছেন, এক দফা একদাবি ক্রিস গেইলকে রংপুরের মেয়র হিসাবে দেখতে চাই। জনদরদী ক্রিস গেইল ভাইয়ের ব্যাটেই রংপুরবাসীর উন্নয়ন। আগামী ২১ তারিখ রোজ রোববার। ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের। গেইল ভাইয়ের ছক্কায় ভোট দিবেন।

কাউসার হাসান লিখেছেন, আগামী ২১ ডিসেম্বর সিটি নির্বাচনে ক্রিস গেইলকে রংপুরের মেয়র হিসেবে দেখতে চাই।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের অনন্য রেকর্ড
গেইল-তামিমের পর মুশফিকের ছক্কার সেঞ্চুরি
সেঞ্চুরি করে গেইলকে স্পর্শ করলেন তামিম
X
Fresh