• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আমিই বস: গেইল

স্পোর্টস ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৪

ক্রিস গেইল এখন পর্যন্ত ৩২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩১৪ ইনিংসে ৪০ দশমিক ৯৪ গড়ে করেছেন ১১ হাজার ৫৬ রান। হাঁকিয়েছেন ২০টি সেঞ্চুরি ও ৬৭টি হাফসেঞ্চুরি। মেরেছেন ৮৩৩ চারের বিপরীতে ৮১৯ ছক্কা। এসব অর্জনে ক্যারিবীয় ব্যাটারের ধারেকাছেও নেই কেউ। স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘নিজেকে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান বা সেরা ক্রিকেটার মনে করেন কী? জবাব দিলেন একধাপ এগিয়ে, ‘আমিই সর্বকালের সেরা ক্রিকেটার!’

টি-টোয়েন্টি ম্যাচে সবসময় দর্শকদের বিনোদিত করেন গেইল। এই উত্তরের মাঝেও ছিল বিনোদনের খোরাক। তার শীতল কণ্ঠে এমন উত্তর শুনে হাসির রোল পড়ে সংবাদ সম্মেলন কক্ষেও। হাসেন তিনিও। এর রেশ কিছুটা থামতে তাকে প্রশ্ন করা হয়, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনার মতো কেউ আছেন? এটির জবাবও দিলেন রসালো করে, ‘না, না, না, ইউনিভার্স বস একজনই। ইটস অনলি ওয়ান, একজনই।’

গেইলের টুইটার অ্যাকাউন্টে তার পরিচয়ও লেখা আছে, ‘ইউনিভার্স বস’।

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আলোচনা উঠলে প্রথমেই চলে আসে এই ক্যারিবিয়ান বিগ হিটারের নাম। আসাটাও স্বাভাবিক বর্তমান যামানায় তিনিই তো এই ফরম্যাটের ‘কিং’। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে দৃষ্টিপাত করলেই তা জ্বল জ্বল করে ভেসে উঠে। প্রতি মুহূর্তে তার রেকর্ড ভান্ডার আরো সমৃদ্ধ হয়ে উঠছে। এই যেমন বিপিএলের ফাইনালেই গড়েছেন একাধিক রেকর্ড। ৬৯ বলে ১৪৬ রান করে রংপুরকে এনে দিয়েছেন প্রথম শিরোপা। এই পথে ১৮টি ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এখন কাছাকাছি কাউকে না দেখলেও ভবিষ্যতে একজনকে দেখছেন গেইল। তার ওপর নজরও রাখতে বললেন, ‘আগামীতে টি-টোয়েন্টি মাতাবে এভিন লুইস। দিন দিন ও পোক্ত হচ্ছে। ওর দিকে চোখ রাখতে পারেন। সে কিন্তু উঠে আসছে।’

ডিএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের অনন্য রেকর্ড
গেইল-তামিমের পর মুশফিকের ছক্কার সেঞ্চুরি
সেঞ্চুরি করে গেইলকে স্পর্শ করলেন তামিম
X
Fresh