• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশি বোলারদের জয়জয়কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ২২:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষ হলো। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। জনপ্রিয় টুর্নামেন্টের এবারের আসরে বাংলাদেশি বোলাররা দাপট দেখিয়েছেন। উইকেট শিকারির তালিকায় শীর্ষ দশে আটজনই বাংলাদেশি।

তালিকায় সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ১৩ ম্যাচে ৪৪.৫ ওভার বল করে নিয়েছেন ২২ উইকেট। চলতি আসরে ২২তম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। এ আসরের এটিই তার সেরা বোলিং রেকর্ড।

দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটানসের আবু জায়েদ। ১২ ম্যাচে তার শিকার ১৮ উইকেট। এই উঠতি তারকার সেরা ৩৫ রানে ৪ উইকেট।

তালিকার তৃতীয় স্থানে আছেন পাকিস্তানি পেস তারকা হাসান আলী মাত্র ৯ ম্যাচে খেলে তুলে নিয়েছেন ১৬ উইকেট। ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা এ তারকা।

তরুণ টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আছেন চতুর্থস্থানে। কুমিল্লার হয়ে ১১ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট। সম্ভাবনাময় এই পেসারের সেরা ২২ রানে ৩ উইকেট।

মাত্র ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন টি-টোয়েন্টির অন্যতম মহাতারকা শহিদ আফ্রিদি। ঢাকার হয়ে খেলেছেন পাকিস্তানি এ কিংবদন্তি।

বিপিএলের তৃতীয় আসরে চমৎকার পারফর্মেন্স দেখিয়ে তারকা হয়েছিলেন আবু হায়দার রনি। এবার তিনি খেলছেন ঢাকার হয়ে। বরাবরের মতো পঞ্চম আসরেও আলো ছড়িয়েছেন এই বাঁহাতি পেসার। সঙ্গত কারণে তালিকার ষষ্ঠ স্থানে আছেন এই বোলার। তার শিকার ১৫ উইকেট।

তালিকায় সপ্তম স্থানে আছেন চ্যাম্পিয়ন দল রংপুরের রুবেল হোসেন। ১১ ম্যাচে ১৫ উইকেট দখল করেছেন এ টাইগার পেসার।

এবারের সেরা উইকেট শিকারিদের মধ্যে অষ্টম অবস্থানে আছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৪ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নবম স্থানে রয়েছেন চিটাগাং ভাইকিংসের তাসকিন আহমেদ।

১০ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দশম স্থানে রয়েছেন নাজমুল ইসলাম অপু। ফাইনালে ২ ওভারে মাত্র আট রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রংপুরের এ উদীয়মান স্পিনার।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh