• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অনন্য উচ্চতায় মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৪৩

প্রেরণাদাতা, অকুতোভয়, লড়াকু, সত্যিকারের নেতা কোনো বিশেষণই কী তার মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট? বলা হচ্ছে, টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। তিনি নিজেই যে নিজের তুলনা তা আরো একবার প্রমাণ করলেন নড়াইল এক্সপ্রেস। এবারের আসর নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচটি আসরের মধ্যে চারটির শিরোপা তুলে ধরলেন তিনি। ভিন্ন তিন দলের অধিনায়ক হয়ে এ চারটি শিরোপা লাভ করেন।

বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে আলোচনা ছিল মাশরাফি কী পারবেন অধিনায়ক হিসেবে চতুর্থ শিরোপা ছুঁয়ে দেখার? শিরোপা উঁচিয়ে ধরেই সে উত্তরটা দিয়ে দিলেন ম্যাশ। এর আগে চারবার মাঠে গড়িয়েছে বিপিএল। তিনবার শিরোপা ছুঁয়েছেন মাশরাফি। এর মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুইবার এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে একবার। একবার তা বগলদাবা করেছেন সাকিব আল হাসান।

বিপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। মাশরাফির নেতৃত্বে ওই আসরের ফাইনালে বরিশাল বার্নাসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ঢাকা। পরের আসরের ফাইনালে চিটাগাং কিংসকে পরাজিত করে রাজধানীর দলটিকে শিরোপা এনে দেন তিনি।

২০১৫ সালে তৃতীয় আসরে নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডেরায় ভেড়েন নড়াইল এক্সপ্রেস। সেবার তো ইতিহাসই রচনা করেন ডানহাতি পেসার। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে জীর্ণশীর্ণ দলকে ট্রফি পাইয়ে দেন। এবার দিয়ে পাঁচ আসরের চারবারই ফাইনালে খেলছেন অভিজ্ঞ অধিনায়ক।

‘বিপিএলে শিরোপা জিততে চাও, মাশরাফিকে দলে ভেড়াও।’ হয়তো এ কথা মনে রেখেই এবার তাকে দলে ভেড়ায় রংপুর। হিসাবে যে উত্তরবঙ্গের দলটি বিন্দুমাত্র ভুল করেনি টুর্নামেন্টের পরতে পরতে সেই প্রমাণ দিয়েছেন তিনি।

দূরদর্শী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলে অনন্য নৈপুণ্য প্রদর্শন দলকে শিরোপা তুলে দিয়েছেন। ১২ ম্যাচে ৬ জয়ে টেনেহিঁচড়ে শেষ চারে জায়গা পাওয়া রংপুরই এখন চ্যাম্পিয়ন।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh