• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গেইলকে সাকিবের সেঞ্চুরি উপহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৯:১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মোট তিনটি সেঞ্চুরি হয়েছে। আর সবগুলোর মালিক রংপুর রাইডার্সের দুই ক্যারিবিয় ব্যাটসম্যান ক্রিস গেইল ও জনসন চার্লস।

পঞ্চম আসরের ফাইনাল আজ মঙ্গলবার মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম ওভারে সাকিব চার্লসকে ফিরিয়ে দিলেও জমে বসেন টি-টোয়েন্টির বিধ্বংসী দুই ব্যাটসম্যান গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম।

পাওয়ার প্লের আগেই গেইলকে ফেরানো যেতো। কিন্তু অধিনায়ক সাকিব ক্যাচ ছেড়ে দিলে জীবন পান তিনি।

মাত্র ৫৭ বলে তুলে নেন আসরের ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি। এ ইনিংসে ১৮টি ছয় ও ৫টি চার মেরে দর্শক মাতিয়েছে তিনি।

শেষ পর্যন্ত ব্যাট করে ৩৯ বলে ১৪৬ রান করেছেন জ্যামেইকান দানব।

এর আগে কোয়ালিয়াইয়ার ১ এ খুলনা টাইটনসের বিপক্ষে অপরাজিত থেকে ১২৬ রান করেছিলেন তিনি। সেটিই ছিল বিপিএলের ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের ইনিংস। তবে ফাইনালের এ ইনিংসটি খেলে নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন ক্রিকেটের ছোট ফরমেটের এই মহাতারকা।

২০১২ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টির এ জমকালো আসরের প্রতিটিই খেলেছেন তিনি। বিপিএলে এ নিয়ে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

এর আগে চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রংপুরের ব্যাটসম্যান চার্লস কুমিল্লা ভিকটোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করেন। ১০৫ রানের চমৎকার একটি ইনিংসে দলকে তুলে নেন স্বপ্নের ফাইনালে।

ওয়াই/জে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh