• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল ফাইনাল

মাঠের বাইরে টিকিটের জন্য হাহাকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৭:১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনাল আজ মঙ্গলবার। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স।

প্রথমবারের মতো এবারের আয়োজক হয়েছিল সিলেট। আসরের শুরুতে টিকিট নিয়ে এক প্রকার যুদ্ধে নেমেছিলেন সিলেটবাসী। চায়ের দেশে টিকিটি নিয়ে হাহাকার থাকলেও অনেকটা ফাঁকা গ্যালারিতে মাঠে গড়িয়েছিল ঢাকা পর্ব। অন্যদিকে চট্টগ্রামের দর্শকরাও হতাশ করেনি। দেশ-বিদেশের ক্রিকেটারদেরকে গ্যালারি থেকে উৎসাহ দিয়েছেন তারা।

শেষ দিকে বিপিএল ঢাকায় ফেরার পর মিরপুরে টিকিটের জন্য বাড়তে থাকে ভিড়। তার সঙ্গে টিকিট কালোবাজারিদের কাছে জিম্মি হয় ক্রিকেটপ্রেমীরা।

দর্শকদের অভিযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্টরা এর সঙ্গে জড়িত।

৫০০ টাকার টিকিট কিনতে হয়েছে ২ হাজার টাকায়। ১ হাজার টাকার টিকিটের মূূল্য ৩ হাজার টাকা।

মাশরাফি-সাকিবদের ফাইনাল দেখতে আগের দিন রাত থেকে টিকিট কাউন্টারে অবস্থান নিয়েছিলেন অনেকে।

লাইনে দাঁড়ানো নিয়েও রয়েছে বিশৃঙ্খলা। অনেকে আবার জানেও না কোন ম্যাচের জন্য লাইনে দাঁড়িয়েছেন তারা।

সাধারণ দর্শকদের অভিযোগ, কাউন্টারের থেকে বেশি টিকিট পাওয়া যাচ্ছে কালোবাজারিদের কাছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে রমরমা টিকেট ব্যবসা।

অভিযোগ রয়েছে কালোবাজারিদের কাছ থেকে টিকেট নিয়ে বিভিন্ন গ্রুপ ও নিজেদের টাইমলাইনে পোস্ট দিচ্ছেন একদল তরুণ।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের।

গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আরটিভি অনলাইনকে বলেন, আজকের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো। কালকেও কালোবাজারি করতে গিয়ে কয়েকজন ধরা পড়েছেন। আমরা এর পরের আসর থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh