• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিবিয়দের ধবল ধোলাই করল কিউইরা

স্পোর্টস ডেস্ক

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:২৩

হ্যামিলটন টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল কিউইরা। অপেক্ষা ছিল কত রানের ব্যবধান হবে। চতুর্থ দিনে এসে পুরো জয় নিয়েই মাঠ ছাড়লো কিউইরা। এ জয়ে ক্যারিবিয়ানদের দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো কিউইরা।

৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন ২০৩ রানেই শেষ হয়ে গেল ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস। এই জয়ে দুই টেস্টের সিরিজ কিউইরা জিতল ২-০ ব্যবধানে।

প্রথম ইনিংস শেষে ১৫২ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে টেইলের সেঞ্চুরিতে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ফলে সব মিলিয়ে জয়ের জন্য ৪৪৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই গতকাল হোঁচট খায় ক্যারিবিয়রা। দলীয় ৩০ রান তুলতেই টপঅর্ডারের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারায় দলটি।

ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ (৬৪) ছাড়া বাকিরা কেউই প্রতিরোধ গড়তে পারেনি। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে নিল ওয়াগনার নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার।

হ্যামিলটনে নিউজিল্যান্ডের ৩৭৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২১ রান। এরপর নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৯১ রান জমা করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। রস টেলর করেন অপরাজিত ১০৭ রান। কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৫৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ১ম ইনিংস
১০২.২ ওভার ৩৭৩/১০(রাভাল ৮৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৪৩, টেইলর ১৬, নিকোলস ১৩, স্যান্টনার ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৮, ব্লান্ডেল ২৮, ওয়েগনার ১, সাউদি ৩১, ট্রেন্ট বোল্ট ৩৭*; গ্যাব্রিয়েল ৪/১১৯, রোচ ৩/৫৮, কামিন্স ২/৫৭, চেইস ০/৯০, রেইফার ১/৩৬, ব্র্যাথওয়েট ০/১২)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস
৬৬.৫ ওভারে ২২১(আগের দিন ২১৫/৮) (রেইফার ২৩*, কামিন্স ১৫, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৩৪, বোল্ট ৪/৭৩, ডি গ্র্যান্ডহোম ২/৪০, ওয়েগনার ২/৭৩)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস
৭৭.৪ ওভারে ২৯১/৮ (ডি.) (রাভাল ৪, ল্যাথাম ২২, উইলিয়ামসন ৫৪, টেইলর ১০৭*, নিকোলস ৫, স্যান্টনার ২৬, ডি গ্র্যান্ডহোম ২২, ব্লান্ডেল ১, ওয়েগনার ৮, সাউদি ২২*; গ্যাব্রিয়েল ২/৫২, রোচ ০/২৮, কামিন্স ৩/৬৯, রেইফার ১/৫২, ব্র্যাথওয়েট ০/৩৩, চেইস ২/৫১)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস
৬৩.৫ ওভার ২০৩/১০ (ব্র্যাথওয়েট ২০, পাওয়েল ০, হেটমায়ার ১৫, হোপ ২৩, চেজ ৬৪, রেইফার ২৯, রোচ ৩২, কামিন্স ৯, গ্যাব্রিয়েল ০; সাউদি ২/৭১, বোল্ট ২/৫২, ওয়েগনার ৩/৪২, স্যান্টনার ২/১৩)।

ফলাফল: নিউজিল্যান্ড ২৪০ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ২-০ তে সিরিজ নিউজিল্যান্ডের
প্লেয়ার অব দ্য ম্যাচ: রস টেইলর (নিউজিল্যান্ড)

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh