• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কেউ কাউকে ছাড় দিতে নাহি চায়

স্পোর্টস ডেস্ক

  ১২ ডিসেম্বর ২০১৭, ১১:৪০

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০১৭’র (বিপিএল) ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। কে শোকেসে ভরবে দেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের পঞ্চম আসরের শিরোপা? এখন এটিই হয়ে দাঁড়িয়েছে কোটি টাকার প্রশ্ন। এরই মধ্যে এর উত্তর অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণে নেমেছেন ক্রিকেট বিশ্লেষক-অনুরাগীরা। তাদের বিশ্লেষণে কখনো ঢাকা, তো কখনো রংপুর পেয়ে যাচ্ছে ফেবারিটের তকমা।

তবে একে অপরকে ফেবারিট মানতে নারাজ দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। টর্নামেন্টের হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ফাইনালে উঠার পর ম্যাশ বলেন, ‘এমন অধারাবাহিক দল নিয়ে ফাইনালে খেলার কথা মাথায় আনতেই পারিনি। তারপরও ফাইনালে খেলতে পারব বলে নিজেদের লাকি ভাবছি। ফাইনালে জেতাটা মোটেও সহজ হবে না। এবারের বিপিএলে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ঢাকা। তবে এখন আমরাও পিছিয়ে নেই।’

ফাইনাল বলে সতর্ক সাকিবও। গতবার শিরোপা উঠেছিল ঢাকার ঘরে। এবারো তার পুনরাবৃত্তি চান তিনি। ফাইনালে বিপিএল রাজাদের সঙ্গী কে? তা নিশ্চিত হওয়ার আগে ঢাকা অধিনায়ক বলেন, ‘যারাই ফাইনালে উঠুক, আশা করি ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য। গুরুত্বপূর্ণ হলো, ওই দিনটিতে কে ভালো খেলে। টি-টোয়েন্টি এমনই খেলা, যেখানে দু’একজনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সর্বোপরি আমি চাইব, ভালো একটা ম্যাচ হোক। সবাই তা উপভোগ করুক।’

একঝাঁক তারকাসমৃদ্ধ দল রংপুর রাইডার্স। দলে রয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসের মতো হিটার। বোলিং আক্রমণে ছিলেন লাসিথ মালিঙ্গা। তবু টর্নামেন্টে দাপট দেখাতে পারেনি উত্তরবঙ্গের দলটি। একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ফাইনালে উঠেছে তারা। তবে ফাইনালে তাদের ওপর ভরসা রাখছেন রংপুর অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে কি করেছি তা মুখ্য নয়। দরকারে সেরাটা দিতে পেরেছি কি না-তাই ফ্যাক্ট। আমাদের ব্যাটসম্যান-বোলাররা ভালো করলে দিনটি অন্যদের জন্য কঠিন হবে। আমাদের তিনজন ক্রিকেটার আছে, যারা একাই গেম চেঞ্জ করে দিতে পারে। এমন টুর্নামেন্টে শেষ মুহূর্তে কেমন করছেন সেটাই গুরুত্বপূর্ণ।’

সাকিব অবশ্য মাশরাফির আগেই নিজেদের শক্তির জায়গা তুলে ধরে ফাইনালে প্রতিপক্ষকে হুমকি দিয়ে রেখেছেন, ‘আমাদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ রয়েছে। তিনজন বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি রনিও পুরো মৌসুমে ভালো বোলিং করছে। ব্যাটসম্যানরাও ধারাবাহিকভাবে রান পাচ্ছে। অন্তিমলগ্নে এটি গুরুত্বপূর্ণ। এখানে অনেক বড় বড় তারকা আছেন। এমন ম্যাচে ভালো করে সবাই নিজের জাত চেনাতে চাইবে।’

এবার দিয়ে পাঁচবার মাঠে গড়িয়েছে বিপিএল। তিনবার শিরোপা ঘরে তুলেছে ঢাকা, একবার কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে একটি জায়গায় অনন্য মাশরাফি। তিনবারই শিরোপা হাতে উঠেছে তার, একবার সাকিবের। এখন দেখার পালা, চতুর্থবার মাশরাফির নাকি টানা দ্বিতীয়বারের মতো সাকিবের হাতে ওঠে বিপিএল শিরোপা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ডিএইচ/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
X
Fresh