• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোনালদো ভবিষ্যত প্রজন্মের ‘পেলে’: মরিনহো

স্পোর্টস ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দাবি নিয়ে অনেকে সমালোচনা করলেও হোসে মরিনহো যা বলেছেন তাতে মন ভরে যেতে পারে সিআরসেভেনের। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ যে রিয়াল সুপারস্টারকে অ্যাখ্যায়িত করেছেন দুই ধাপ এগিয়ে। পর্তুগিজ এই জাঁদরেল কোচের মতে, ভবিষ্যত প্রজন্মের কাছে ‘পেলে’ হিসেবে পরিচিতি পাবেন রোনালদো।

গেলো বৃহস্পতিবার প্যারিসের আইফেল টাওয়ারে জমকালো অনুষ্ঠানে ২০১৭ ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। এই নিয়ে ছুঁয়ে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। পাঁচবার করে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার জিতে এখন দুজন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। এমন অর্জনে পর্তুগিজ যুবরাজকে অভিনন্দন জানিয়েছেন মরিনহো।

ফ্রান্স ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সন্তানেরা কখনো পেলের খেলা দেখেনি। তার সঙ্গে তাদের দু’একবার সাক্ষাতও ঘটেনি। কিন্তু তারা জানে, তিনি কে। এই সময়ের শিশুরা পেলেকে যেভাবে চেনে, ঠিক সেভাবেই আগামী প্রজন্মের মানুষ রোনালদোকে চিনবে।’

৪০ বছর বয়সী এই কোচ বলেন, ‘আমার সন্তানেরা রোনালদোকে ভালোভাবে চেনে। তার খেলা নিয়মিত দেখে। সে ফুটবল ইতিহাসের অংশ। আগামীতেও তাকে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু’তে একসময় একসঙ্গে কাজ করেছেন মরিনহো-রোনালদো। তবে সেই সময় নাকি তাদের মধ্যে সম্পর্কটা ছিল সাপে-নেউলের মতো। শোনা যায়, রোনালদোর সঙ্গে বনিবনা না হওয়াতেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যান মরিনহো।

তবে সাক্ষাৎকারে এই নিয়ে ভিন্ন কথা বলেছেন ম্যানইউ কোচ, ‘তার (রোনালদো) সঙ্গে আমার কোনোরকম শত্রুতা ছিল না। খেলোয়াড়-কোচের সম্পর্ক যেমন হয়, তেমন ছিল। সম্পর্কের তিক্ততা নিয়ে অনেক খবর সংবাদমাধ্যমে এসেছে। সেগুলো ছিল মিথ্যা ও অতিরঞ্জিত। ওর সঙ্গে আমার ঝামেলা ছিল ব্যক্তিগত।’

ডিএইচ/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
X
Fresh