• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘ব্যালন ডি’অরের যোগ্য নন রোনালদো’

স্পোর্টস ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১০:৩১

ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার আগে গুঞ্জন রটে, চলতি বছরে সেরাদের সেরা হচ্ছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই তুলে নেন এ সম্মান। পর্তুগিজ তারকার পঞ্চম ব্যালন ডি’অর এটি।

পুরস্কার পেয়ে এক সাক্ষাতকারে নিজেকে সর্বকালের সেরা দাবি করে বিতর্কের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

কখনো নিজের চেয়ে ভালো কাউকে দেখেননি উল্লেখ করে রোনালদো বলেন, আমি ইতিহাসের সেরা ফুটবলার। ভালো সময়ে এবং খারাপ সময়ে।

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে তিনি আরো বলেন, আমি সবার পছন্দকে শ্রদ্ধা করি। কিন্তু আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি সবসময় এটাই চিন্তা করেছি। আমি যেটা করতে পারি অন্য কোনো ফুটবলার সেটা করতে পারে না। আমার মতো পরিপূর্ণ কোনো ফুটবলার নেই।

এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছেন ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা। মুখ খুলেছেন স্প্যানিশ কিংবদন্তি জুলিও স্যালিনাস।

তিনি বলেন, আপনি চমৎকার খেলেন, তার মানে এ নয় যে আপনি সর্বকালের সেরা। কারণ আপনার দুর্ভাগ্য যে আপনি এমন সময় খেলছেন যখন মেসির মতো ফুটবল গ্রেটও আপনার সঙ্গে খেলছেন।

১৯৮৬ থেকে ১৯৯৬ পর্যন্ত স্পেনের হয়ে ৫৬ ম্যাচে ২২ গোল করেছেন স্যালিনাস। দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনটি বিশ্বকাপে।

রোনালদোর উদ্দেশ্যে স্যালিনাস বলেন, আমার মনে হয় না আপনি সেরা, কারণ আপনার সমসাময়িক অনেকেই আছেন যারা এ সময়ের সেরা।

সাবেক বার্সেলোনা তারকা আরো বলেন, ব্যালন ডি'অর পুরস্কারগুলো দিয়ে নিজেকে সান্ত্বনা দিন। অনেক সময় এগুলোর জন্যও যোগ্য নন আপনি।

গত বৃহস্পতিবার ব্যালন ডি’অর পুরস্কার হাতে উঠে সিআরসেভেনের। এর আগে আর্জেন্টাইন তারকা মেসি পাঁচবার ফুটবলে এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলারের ব্যালন ডি’অরের সংখ্যা একই।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
X
Fresh