• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এলিমিনেটর ম্যাচে ফিল্ডিংয়ে রংপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৪

গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে ওঠার লড়াই। হারলেই বিদায়। জিতলে টিকে থাকবে ফাইনালে খেলার স্বপ্ন। এলিমিনেটর রাউন্ডের এমন ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। মিরপুর-শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

জয়ী দল চলে যাবে ফাইনালে ওঠার চূড়ান্ত ধাপ দ্বিতীয় কোয়ালিফায়ারে। লিগ পর্বে দু’বারের মুখোমুখি দেখায় রংপুর ও খুলনা দু’দলই একটি করে জয় নিয়ে মাঠ ছাড়ে। তাই নকআউটের লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সরাসরি ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম কোয়ালিফায়ারে শীর্ষস্থানধারী কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়নস ঢাকা ডায়নামাইটস। হেরে গেলেও শিরোপা স্বপ্ন টিকে থাকবে। খেলতে হবে তিন ও চার নম্বর দলের মধ্যকার এলিমিনেটর বিজয়ীর বিপক্ষে। দু’দিন পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত হবে ১২ ডিসেম্বরের দ্বিতীয় ফাইনালিস্ট।

এর আগে গ্রুপ পর্বে সমান সমান লড়েছে খুলনা-রংপুর। প্রথম দেখায় রংপুরকে ৯ রানে পরাজিত করে খুলনা। দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে ১৯ রানে হারে খুলনা।

৪২ ম্যাচের লিগ পর্ব শেষে পূর্ণ ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে সাকিবের ঢাকা ডায়নামাইটস। সমান ১৫ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় এলিমিনেটর ম্যাচে নেমে যায় খুলনা। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রংপুর।

খুলনা টাইটানস: নাজমুল হোসেন শান্ত, মাইকেল কিলিঙ্গার, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল্লাহ রিয়াদ, নিকোলাস পুরান, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ চৌধুরী রাহি ও তানবির ইসলাম।

রংপুর রাইডার্স: ক্রিস গেইল, জনাথন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও লাসিথ মালিঙ্গা।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
X
Fresh