• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপায় চোখ রোনালদোর

স্পোর্টস ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:০৫

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ১ গোল করে দলের জয়ে অবদান রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর সুবাদে বিশ্বের সবচেয়ে মর্যাদার লিগের গ্রুপ পর্বের ইতিহাসে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। এবার তার চোখ হ্যাটট্রিক শিরোপায়।

রোনালদো বলেন, ‘আশা করি, আমরা আবার শিরোপা জিততে পারব। গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ পর্ব অতিক্রম করা। সেই বাঁধ আমরা সহজেই টপকেছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়।’

সময়টা ভালো যাচ্ছিল না রিয়ালের। পুচকে দলের কাছেও পরাভূত হচ্ছিল। সেখান থেকে শক্তিশালী বরুসিয়ার বিপক্ষে ৩-২ গোলের জয়। গোল পেয়েছেন নিজেও। কেমন লাগছে?

তিনি বলেন, ‘আমি খুবই খুশি। দুর্দান্ত জয় দিয়েই আমরা গ্রুপ পর্বের বৈতরণী অতিক্রম করেছি। আমিও গোল করেছি। দারুণ এক গোল করে দলকে জেতাতে সহায়তা করেছি। রেকর্ডটিও গুরুত্বপূর্ণ। আমি সত্যি সন্তুষ্ট।’

চ্যাম্পিয়নস লিগে গোল পেলেও লা লিগায় পাচ্ছেন না। ১০ ম্যাচে করেছেন মাত্র ২ গোল। স্প্যানিশ লিগটিতে কী চিরচেনা রোনালদোকে দেখা যাবে না?

সিআরসেভেন বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা। এতে আমি সবসময় গোল করতে ভালোবাসি। আসলে গোল করাটাই আমার কাজ। অবশ্যই, লা লিগাতেও গোল পেতে চাই।’

বরুসিয়ার বিপক্ষে গোলটি দিয়ে আরো একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। ৬০ গোল নিয়ে এতদিন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনেল মেসি। ৫৯ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন সিআরসেভেন। এবার তাতেও ভাগ বসালেন তিনি। লিগের গ্রুপ পর্বের ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা সময়ের দুই সেরা ফুটবলার।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh