• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ ক্রিকেটার রাখতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো

স্পোর্টস ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১০:১৬

২০১৮ সালে বসছে আইপিএলের ১০ম আসর। ওই আসরের নিলামে কোনো দল পাঁচজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে না। পাশাপাশি প্রত্যেক দলকে খরচের অংক ৮০ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

মঙ্গলবার দিল্লিতে আইপিএল গর্ভনিং কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভায় ছিলেন আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্লা এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসন কমিটির (সিওএ) সদস্যরা।

আগামী নিলামে যাতে কোনো দল তিনজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে না পারে-সম্প্রতি সেই প্রস্তাবনা আনা হয়। এই প্রেক্ষিতে আলাপ-আলোচনা শেষে পাঁচজন খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দিয়েছেন তারা।

ধরে রাখার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন, দু’জন বিদেশি এবং দু’জন ভারতীয় দলে না খেলা খেলোয়াড় রাখতে পারবে।

অর্থের অংক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভিন্নমত ছিল। কয়েকটি ধনী ফ্র্যাঞ্চাইজি চাইছিল, খরচের অংকটা হোক ৮০ কোটি রুপি। কয়েকটি চাইছিল, ৭৫ কোটি রুপি। তবে শেষ পর্যন্ত ৮০ কোটি রূপিই নির্ধারণ করা হয়েছে।

আগামী আসরে ফিরে আসছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। দল দুটির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। গেলো দুই আসরে না থাকলেও ২০১৫ সালের নিজ নিজ দল থেকে ৫ জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে চেন্নাই-রাজস্থান।

আইপিএলে প্রত্যেক দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রাখতে পারবে। কমপক্ষে রাখতে হবে ১৮ জন। বিদেশি রাখা যাবে সর্বোচ্চ আটজন।

ডিএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
X
Fresh