• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেষ ম্যাচেও কুমিল্লার জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:৩৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব শেষ হলো। পঞ্চম আসরের ৪২তম ম্যাচটিতে সিলেট সিক্সার্সের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠায় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি।

বড় টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে স্পিনার মেহেদি হাসানের বলে আউট হন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩৭ রানে নাসির, ৬৪ রানে আন্দ্রে ফ্লেচার ও ৭২ রানে বাবর আজম ফিরে গেলে চাপে পড়ে সিলেট।

দলের আইকন সাব্বির রহমান হাল ধরার চেষ্টা করেন। ৪টি ৪ ও একটি ছক্কায় মেরে মাঠ মাতান তিনি। শেষ পর্যন্ত হাসান আলির বলে মাঠ ছাড়েন তিনি। তার সংগ্রহ দাঁড়ায় ২০ বলে ৩০ রান।

মেহেদির দ্বিতীয় শিকার হন রস হুইটলি। আর সোহেইল তানভিরকে ফেরান হাসান আলি।

শেষ পর্যন্ত ১৪ রান নিয়ে মোহাম্মদ শরিফে এবং মোহাম্মদ শরিফউল্লাহ ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।

কুমিল্লার হয়ে তিনটি উইকেট নিয়েছেন গ্রায়েম ক্রিমার। দু্টি করে উইকেট তুলে নেন হাসান আলি ও মেহেদি হাসান।

এর আগে ৪৩ বলে ৬৩ রান করে কুমিল্লাকে ১৭০ রানের বড় সংগ্রহ তুলে দেন লিটন দাস। ৬টি ৪ ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজিয়ে রস হুইটলির বলে আউট হন লিটন।

এছাড়া ৪৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান সামুয়েল ফিরেন কামরুল ইসলাম রাব্বির বলে।

সিলেটের হয়ে নাবিল, নাসির, রাব্বি ও হুইটলি নেন একটি করে উইকেট।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh