• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাতেই মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙবেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৬

মাঠের লড়াইয়ে বরাবরই ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আজ একজন কোনো রেকর্ড গড়েন তো, কালই তা ভেঙে দেন আরেকজন। প্রায় এক দশক ধরে তাদের সেই প্রতিদ্বন্দ্বিতা দেখে আসছেন ফুটবল অনুরাগীরা। এবার আরো একটি রেকর্ড ভাঙা-গড়ার সাক্ষী হতে যাচ্ছেন তারা।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাত পৌনে ২টায় বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো। ম্যাচটিতে ২ গোল করতে পারলেই ইতিহাসে ঢুকে যাবেন তিনি। বনে যাবেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল করার মালিক।

৬০ গোল নিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাকর লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। তার চেয়ে মাত্র ১ গোল পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোনালদো। আজ ১ গোল করতে পারলেই ছুঁয়ে ফেলবেন চিরপ্রতিদ্বন্দ্বীকে। আর ২ গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে।

এদিন আরো একটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে সিআরসেভেনকে। লক্ষ্যভেদ করতে পারলেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের টানা ৬ ম্যাচে গোল করার অনন্য নজির স্থাপন করবেন তিনি। চলতি মৌসুমেই টানা ৫ ম্যাচে গোল করার পুরনো রেকর্ডটা ছুঁয়ে ফেলেন পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই; এর পুরনো সংস্করণ-(ইউরোপিয়ান কাপ) মিলিয়েও ইতিহাসে কোনো খেলোয়াড়ের টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি নেই। সুবর্ণ সুযোগটি লুফে নিতে পারেন রোনালদো। ভাগ্য সহায় হলে তা সম্ভবও। কারণ, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে খেলবেন তিনি।

সাম্প্রতিক সময়ে গোলখরায় ভুগলেও চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনালদো। রিয়ালের পর্তুগিজ সুপারস্টার ৫ ম্যাচে করেছেন ৮ গোল। ৬টি করে গোল করে তার পরে রয়েছে যৌথভাবে নেইমার, এডিনসন কাভানি ও হ্যারি কেইন।

ডিএইচ/এ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh