• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কষ্টে জিতল বার্সা

স্পোর্টস ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৫

চ্যাম্পিয়নস লিগে টানা দুই ড্র’র পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। তবে জয় পেতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে দলটিকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যোগ করার সময়ে জেরেমি মাথিউ’র আত্মঘাতী গোলে স্পোর্টিংকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।

ডি গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সার। ফলে ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তাই লিওনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রেখে মঙ্গলবার রাতে ন্যু’ ক্যাম্পে স্পোর্টিংয়ের বিপক্ষে খেলতে নামে তারা। তবে আক্রমণভাগে দলের প্রাণভোমরাকে ছাড়া ভীষণ ভুগতে হয় তাদের। প্রথমার্ধে অধিকাংশ সময় বল দখলে রাখলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি কাতালানরা। কয়েকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পর্তুগালের দলটি। এতে গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে গোল পেতে মরিয়া আক্রমণ চালায় বার্সেলোনা। এক্ষেত্রে সফলও হয় তারা। ৫৯ মিনিটে ডেনিস সুয়ারেজের কর্নারে হেডে গোল করে দলকে এগিয়ে দেন পাকো আলকাসের।

শেষমেষ মেসিকে নামাতে বাধ্য হন বার্সা কোচ আরনেস্টো ভালভার্দে। ৬১ মিনিটে অ্যালিশ ভিদালকে উঠিয়ে খুদে জাদুকরকে নামান তিনি। এতে স্বাগতিকদের খেলায় গতি সঞ্চারিত হয়। ৮২ মিনিটে গোলও পেয়ে যাচ্ছিল স্বাগতিকরা। তবে ডি-বক্সের বাইরে থেকে ম্যাজিক বয়ের জোরালো বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক রুই পাত্রিসিও।