• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের মেসির মূর্তি ভাংচুর

স্পোর্টস ডেস্ক

  ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:১৭

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে লিওনেল মেসির মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।এ নিয়ে চলতি বছর দুইবারের মতো তার মূর্তিটি ভাংচুর করল তারা।

গত রোববার সোশ্যাল মিডিয়ায় মেসির ভগ্ন মূর্তির ছবি ভাইরাল হয়। এতে দেখা গেছে, তার পা ভেঙে ফেলা হয়েছে। পথের ধারে সেটি পড়ে আছে।

এ নিয়ে প্রথম সংবাদ ছাপিয়েছে চীন ভিত্তিক সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি।এরই মধ্যে পুলিশও সে ব্যাপারে অবগত হয়েছে। তবে কারা মেসির মূর্তি ভাঙচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা।

এর আগে এ বছরের জানুয়ারিতে এই মূতিটিই ভাংচুর করেন দুর্বৃত্তরা। সেবার কোমর পর্যন্ত মূর্তিটি ভেঙে ফেলা হয়। পরে তা মেরামত করে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। বছর না পার হতেই ফের সেটি ভেঙে ফেলল দুর্বৃত্তরা।

বুয়েন্স আয়ার্স (নগর) কর্তৃপক্ষ বলছে, মেসির মূর্তিটি কে বা কারা ভাংচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানি না। অসৎ উদ্দেশ্যে এ কার্য সাধন করা হয়েছে।

গত বছরের জুনে শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে পেনাল্টিতে শিরোপা খোয়ানোয় হতাশায় মুষড়ে পড়েন মেসি। রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তাকে ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করে আর্জেন্টিনা। এর প্রেক্ষিতে বুয়েন্স আয়ার্সে মূর্তিটি স্থাপন করেন নগর কর্তৃপক্ষ।

ডিএইচ/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh