• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাসিরদের স্পিনে লণ্ডভণ্ড চিটাগাং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৪:২৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ৬৭ রানেই অলআউট হয়েছে চিটাগং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারের ১২তম ওভারেই গুটিয়ে যায় তারা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের দলপতি নাসির হোসেনের স্পিন জাদুতে ধরাশয়ী হন চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ৪ ওভার বল করে ৩১ রানে পাঁচ উইকেট তুলে নেন তিনি।

আজ রোববার টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক।

ম্যাচের প্রথম বলেই ছয় মারেন ভাইকিংস অধিনায়ক। পরের বলেই নাসিরের বলে বোল্ডআউট হয়ে মাঠে ছাড়েন তিনি। দুই অধিনায়কের পাল্টা পাল্টি জবাবে জমে ওঠে যুদ্ধ। এ ওভারের শেষ বলে ফের উইকেট পান নাসির। রানের খাতা না খুলতেই ফিরতে হয় সৌম্য সরকারকে।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আবারো নাসিরের আঘাত। এবার লুইস রিচকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন তিনি। চাপে থাকা সিলেটকে আরো ব্যাকফুটে ফেলে দেন মোহাম্মদ শরিফুউল্লাহ। সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

দলীয় ৩০ রানে ৬ বলে ৫ রান করা তানবির হায়দারের উইকেট নেন নাসির। নিজের শেষ ওভারের পঞ্চম বলে স্টিয়ান ভ্যান জাইলকে ফিরিয়ে তুলে নেন নিজের পঞ্চম উইকেট।

নবম ওভারে উইকেট কিপার ইরফান শুকুরকে আউট করে শরিফুউল্লাহ তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। রায়েদ এমরিট, সানজামুল ইসলাম ও নাইম হাসানকে ফিরিয়ে দেন স্পিনার নাবিল সামাদ।

দলের হয়ে ইরফান রিচ ও জাইল ছাড়া কেউই দুই অংকে পৌঁছাতে পারেননি।

চিটাগাং ভাইকিংস

দেশি: সৌম্য সরকার, লুক রনকি, লুইস রিচ, স্টিয়ান ভ্যান জাইল, সিকান্দার রাজা, রায়েদ এমরিট, তানবির হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর।

সিলেট সিক্সার্স

বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নাসির হোসেন, রস হুইটলি, সোহেইল তানভির, কামরুল ইসলাম রাব্বী, আবুল হাসান, নাবিল সামাদ, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ শরীফুল্লাহ

ওয়াই/জেবি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh