• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে ফেরার প্রশ্নে নির্বাক মাশরাফি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৭, ১০:৩৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ওয়ানডে ও ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে রংপুরকে জিতিয়েছেন ২টি ম্যাচ। বল হাতে ১টি। দলের ৫ জয়ের ৩টিই আসে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত ধরে।

বয়স ৩৪ পেরুলেও এখনো যেন চিরনবীন। ঝাঁপিয়ে পরে ফিল্ডিং দিচ্ছেন, প্রয়োজনের সময় এনে দিচ্ছেন ব্রেক থ্রু। অথচ এই ক্রিকেটারকেই কি না টি-টুয়েন্টি থেকে বাধ্য করা হয়েছে অবসর নিতে। তার এমন পারফরম্যান্স দেখার পর ভক্তদের মাঝেও হাহাকার। তাই তাকে ফেরানোর অনুরোধ আসতেই পারে নির্বাচক, কোচ কিংবা বোর্ড কর্মকর্তাদের কাছ থেকে। আর আসলে কি করবেন মাশরাফি? এমন প্রশ্নে কোন কথাই বলতে চাইলেন না অধিনায়ক। তিনি বলেন, ‌‘না এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’

তবে বিসিবি যে কোচ ঠিক করবে, তার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করবেন বলেই জানান ম্যাশ। ম্যাশ বলেন, ‘দেখুন আমি আগেও বলেছি আমি যতদিন খেলেছি আমি দেখিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোচ ঠিক করা হয়েছে। বিসিবি যে কোচই আনবে আমরা তার সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করব। আমাদের দিক থেকে এইটুকুই থাকা উচিত।’

দ্বিতীয় রাউন্ডে যাবার ব্যাপারেও বেশ আশাবাদী মাশরাফি। তার মতে, ‘আসলে আমারা টুর্নামেন্টের শুরুতে কিছু ম্যাচ হেরেছি। চাপ বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা কাভার করতে পেরেছি। এখন আমাদের টপ তিনটা টিমের সঙ্গে খেলা আছে। আমরা একটা জিতলে হয়তো সেমিফাইনালে যেতে পারব। তো কাজটা কঠিন। কিন্তু আমরা শেষ কিছু ম্যাচ জিতেছি। খুব কঠিনভাবে জিততে হয়েছে। তবুও আশা করি একটা ম্যাচ জিততে পারলে সেকেন্ড রাউন্ডে যেতে পারব।’

বাংলাদেশের উইকেটে রান করা কঠিন বলেই মন্তব্য করেন মাশরাফি। তিনি বলেন, ‘আসলে ক্রিকেটে তারকার বিষয়টা থাকে না। আসলে আমাদের টিমে যারা আছে তাদের রান করাটা কঠিন। বাংলাদেশি উইকেটে রান করা কঠিন ওদের জন্য। গেইল, ম্যাককালাম হয়তো উইকেটে থাকলে রান করতে পারেন। তাদের বড় শটস খেলার দক্ষতা আছে। এই উইকেটটা অনেক কঠিন।’

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টি-টুয়েন্টি সিরিজের আগে হুট করেই অবসরের সিদ্ধান্ত নেন মাশরাফি। হঠাৎ সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে জানা যায় চাপে পরেই অবসর নিতে বাধ্য হয়েছেন তিনি। এরপর দেশ জুড়ে তীব্র সমালোচনা। নিন্দার ঝড় সামলাতেই ব্যস্ত থাকতে হয় বোর্ড কর্মকর্তা, কোচ ও নির্বাচকদের। তাই পরের দক্ষিণ আফ্রিকায় সফরেই তাকে আবার ফিরে আসার অনুরোধ করেন সদ্য সাবেক হওয়া প্রধান কোচ হাথুরুসিংহে ও টি-টুয়েন্টির নতুন অধিনায়ক সাকিব আল হাসান। তবে সম্মানের সহিত সে প্রস্তাব ফিরিয়ে দেন মাশরাফি।

ফুরিয়ে গেছেন বলেই মাশরাফিকে টি-টুয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করা হয়। অথচ সেই মাশরাফিই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অন্যতম সেরা পারফরমার। বল হাতে আগুন ঝরাচ্ছেন নিয়মিতই। ৯ ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরা দশের তালিকায় আছেন রংপুর অধিনায়ক। শুধু তাই নয় রান দিতেও ব্যাপক কৃপণ অধিনায়ক। ব্যাট হাতেও বিধ্বংসী দানব রূপ। ফিনিশও করছেন। যখন উইকেটে থাকেন ক্রিস গেইলকেও তার পাশে ছোট দেখায়। নামীদামি তারকাদের ভিড়ে এবারের বিপিএলের সেরা অল রাউন্ডার মাশরাফিই। তাই তাকে ফেরানোর অনুরোধ আসতেই পারে।

এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে রংপুর। তার মধ্যে জয় পেয়েছে ৫টি। অথচ নিজেদের প্রথম ম্যাচে হারের পর টানা ৩টি ম্যাচে হেরেছিল তারা। পরের ৫ ম্যাচে ৪টি জয়। দারুণ ছন্দেই আছে দলটি। পাশাপাশি শুক্রবার থেকে শুরু বিজয়ের মাস। তাই বিজয়ের মাসের আনন্দের সঙ্গে দলের জয়ের আনন্দ উদযাপনটাও এদিন করেন ঢাকার ওয়েস্টিন হোটেলে।

এএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh