• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উইকেট শিকারে বাংলাদেশিদের দাপট

স্পোর্টস ডেস্ক

  ৩০ নভেম্বর ২০১৭, ১৪:৩৬

এবারের বিপিএলের পর্দা উঠে সিলেটে। দ্বিতীয় পর্ব গড়ায় ঢাকায়। তৃতীয় পর্ব হয় চট্টগ্রামে। সিলেট, ঢাকার মতো চট্টগ্রামেও রান তোলায় দাপট দেখিয়েছেন বিদেশিরা। এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের চারজনই বিদেশি, একজন বাংলাদেশি।

তবে উইকেট শিকারে মুদ্রার উল্টো পিঠ দেখিয়েছেন বাংলাদেশিরা। বোলিংয়ে শীর্ষ পাঁচের পাঁচজনই বাংলাদেশি। তৃতীয় পর্ব শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে আছেন খুলনা টাইটানসের আবু জায়েদ। ৯ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৪/৩৫। দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। সমান সংখ্যক ম্যাচে তার শিকার ১৩ উইকেট। সেরা বোলিং ফিগার ৫/১৬।

তালিকার তৃতীয় স্থানে আছেন পয়েন্ট টেবিলের তলানির দল চিটাগাং ভাইকিংসের পেসার তাসকিন আহমেদ। ৯ ম্যাচে তিনি ঝুলিতে ভরেছেন ১১ উইকেট। সেরা বোলিং ফিগার ৩/৩১। চতুর্থ স্থানে আছেন ঢাকায় সাকিবের সতীর্থ আবু হায়দার রনি। বাঁহাতি এই পেসারের শিকার ১২ উইকেট। সেরা বোলিং ফিগার ৩/১১

শীর্ষ পাঁচের শেষ স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি পকেটে পুরেছেন ১২ উইকেট। বেস্ট বোলিং ফিগার ২/২৪।

শীর্ষ পাঁচ বোলার:

বোলার

ম্যাচ

উইকেট

সেরা

আবু জায়েদ (খুলনা টাইটানস)

১৫

৪/৩৫

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)

১৩

৫/১৬

তাসকিন আহমেদ (চিটাগাং ভাইকিংস)

১৩

৩/৩১

আবু হায়দার রনি

১২

৩/১১

মোহাম্মদ সাইফুদ্দীন

১২

৩/২৪

ডিএইচ/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh