• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম পর্ব শেষেও রান সংগ্রহে বিদেশিদের জয়জয়কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৭, ১৩:৪৮

দেখতে দেখতে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরই মধ্যে তৃতীয় পর্ব শেষ হয়ে গেছে। চট্টগ্রাম পর্ব শেষে এখন চলছে দুই দিনের বিরতি। আগামী ২ ডিসেম্বর ঢাকায় গড়াবে চতুর্থ পর্ব।

এবারের বিপিএলের পর্দা উঠে সিলেটে। দ্বিতীয় পর্ব গড়ায় ঢাকায়। তৃতীয় পর্ব হয় চট্টগ্রামে। সিলেট, ঢাকার মতো চট্টগ্রামেও রান সংগ্রহে দাপট দেখিয়েছেন বিদেশিরা। এখন পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের চারজনই বিদেশি, একজন বাংলাদেশি।

বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার রবি বোপারা। ৯ ম্যাচে ২ ফিফটিসহ ইংলিশ তারকার সংগ্রহ ৩২২। সর্বোচ্চ রানের ইনিংস ৫৯। দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। ৯ ম্যাচে ৩ ফিফটিতে ক্যারিবিয়ান হার্ডহিটার করেছেন ৩২০ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৭৫।

ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন না চিটাগাং ভাইকিংসের অধিনায়ক লুক রনকি। তৃতীয় পর্ব শেষে এই তালিকায় ঢুকে গেছেন তিনি। অবস্থান করছেন তৃতীয় স্থানে। ৯ ম্যাচে ২ ফিফটিসহ এই কিউই হার্ডহিটারের রান ২৭৩। সর্বোচ্চ রানের ইনিংস ৭৮।

তালিকার চতুর্থ স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২ ফিফটিতে খুলনা টাইটানস অধিনায়কের সংগ্রহ ২৬৩। সর্বোচ্চ রানের ইনিংস ৫৯। পঞ্চম স্থানে আছেন সিলেট সিক্সার্সের আন্দ্রে ফ্লেচার। ২ ফিফটিসহ তার রান ২৬০। ক্যারিবীয় এই বিস্ফোরক ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস ৭১।

ডিএইচ/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh