• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শীর্ষে যেতে ঢাকার সামনে চ্যালেঞ্জিং স্কোর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৭, ১৯:৫৪

এ ম্যাচ জিতলেই ওঠে যাবে শীর্ষে। এমন লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে, শীর্ষে যেতে হলে ঢাকাকে করতে হবে ১৬৮ রান। ম্যাচে যারাই জিতবে তাদের প্লে-অফ নিশ্চিত।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কুমিল্লার পক্ষে তামিম ইকবাল ৩৭, মারলন স্যামুয়েলস ৩৯ ও লিটন দাস ৩৪ রান করেন। ঢাকা ডায়নামাইটসের পক্ষে কেভিন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ ছিল। ওপেনিং জুটিতে ৬০ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের অষ্টম ওভারে সাকিব আল হাসানের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়েন তামিম ইকবাল (৩৭)।

ইনিংসের ১২তম ওভারে সাকিবের বলে স্ট্যাম্পিং হন লিটন দাস।১৬তম ওভারে কেভিন কুপারের বলে পোলার্ডের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস (২৬)।